TechJano

স্যামসাং ফোন তৈরি হবে বাংলাদেশে

বাংলাদেশে স্যামসাং বিভিন্ন মডেলের ফোরজি ফোন তৈরি করবে। আগামী মে মাস থেকে নরসিংদীর এক কারাখানায় ফোন সংযোজনরে কাজ শুরু হতে পারে বলে অনলাইন মিডিয়ায় খবর রটেছে। স্যামসাং অবশ্য এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
স্যামসাংয়ের ফোন সংযোজন করবে ব্র্যান্ডটির স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান। বছরে অন্তত ৫০ লাখ বিভিন্ন মডেলের হ্যান্ডসেটের সংযোজন হবে এ কারখানায়। তবে শুরুতেই গ্যালাক্সি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেলের কোনো সেটের সংযোজন হবে না এখানে। আমদানিতে উচ্চ হারে কর থাকায় এবং স্থানীয় উৎপাদনে কর সুবিধা থাকায় এ উদ্যোগ অনেক লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।একই সঙ্গে গ্রাহকরা বর্তমান মূল্যের চেয়েও অন্তত ১০ থেকে ২০ শতাংশ কম মূল্যে হ্যান্ডসেট পাবেন।সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক দিনের মধ্যে পরীক্ষামূলক সংযোজনের কাজ শুর ‍হবে এবং মে মাসের মাঝমাঝিতে বাণিজ্যিকভিত্তিতে উৎপাদন শুরু হবে।ইতিমধ্যে এ বিষয়ে অনুমোদন পেতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কাছেও আবেদন করেছে সমস্যাং এবং তাদের স্থানীয় প্রতিনিধি।বিটিআরসির কর্মকর্তাদের আশা, দেশে হ্যান্ডসেট সংযোজনের উদ্যোগে স্যামসাংয়ের অর্ন্তভূক্তি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য বড় ব্র্যান্ডিং হবে। দেশে গত বছর প্রায় ১০ হাজার কোটি টাকার হ্যান্ডসেট আমদানি করা হয়েছে। এর মধ্যে শুধু স্যামসাং ব্র্যান্ডের সেটের আমদানির পরিমান ছিল আড়াই হাজার কোটি টাকার মতো। তথ্যসূত্র: টেকশহর ডটকম।

Exit mobile version