করপোরেট

হজযাত্রীদের ত্বকের সুস্থতায় ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি

By Baadshah

August 05, 2018

শুদ্ধি অর্জনে পবিত্র হজ পালনকালে হজযাত্রীদের ত্বকের সুস্থতা রক্ষায় তাদের সাথে থাকছে ১০০% পিওর পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন। বিমান বাংলাদেশ এবং ইউনিলিভারের ব্র্যান্ড ভ্যাসলিনের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ‘ভ্যাসলিন হজ ক্যাম্পেইন’ শীর্ষক ক্যাম্পেইনের অধীনে প্রায় ৭০ হাজার নিবন্ধিত হজযাত্রীদের কাছে ত্বক সুস্থ করার শক্তি ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি পৌঁছে দেওয়া হচ্ছে। একইসঙ্গে হজযাত্রীদের ক্যাম্প থেকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য ভ্যাসলিনের সৌজন্যে চারটি বিশেষ বাস সেবা চালু করা হয়েছে। এছাড়া ক্যাম্পেইনের আওতায় নিয়োজিত স্বেচ্ছাসেবীরা হজযাত্রীদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি ১৬ আগস্ট পর্যন্ত চলবে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পবিত্র হজে গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া ছাড়াও হজযাত্রীদেরকে বেশ শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেখানকার প্রতিকূল আবহাওয়ায় হজযাত্রীরা ত্বকের শুষ্কতা, রুক্ষতা, ঠোঁট ফাটাসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। হজযাত্রীরা যেন ত্বকের এমন সমস্যা থেকে ত্বককে সুস্থ রেখে নিশ্চিন্তে হজ পালন করতে পারেন তাই আমাদের এই উদ্যোগ। আয়োজকরা আরো জানান, ভ্যাসলিন ১০০% পিওর জেলি সমৃদ্ধ. তাই এটি হজযাত্রীরা হজের সময় ব্যবহার করতে পারেন। হজযাত্রীদের সুবিধায় নেওয়া পবিত্র ও মহৎ এ উদ্যোগের সাথে থাকতে পেরে তারা গর্বিত।