TechJano

হঠাৎ করে বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শুক্রবার রাত সাড়ে দশটায় ডাউন হয়েছিল। এ সময় লগ-ইন অবস্থায় ফেসবুকে ‘সরি সামথিং ওয়েন্ট রং’, ‘দ‍্য পেইজ নট রিচ’ ও সাদা পেইজ প্রদর্শিত হয়। এছাড়া মেসেজ অপশন ক্লিক করলে সাদা পেইজ প্রদর্শিত হয়। একই সময় বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অতিরিক্ত চাপে এ সমস্যা সৃষ্টি হয়েছিল। ডাউন ডিটেক্টর সূত্রে এ তথ্য জানা গেছে। ডাউন ডিটেক্টর ডটকমে দেখা যায়, ওই সময়ের পরেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়েন।

ফেসবুক ব্যবহাকারীরা জানিয়েছেন, ফেসবুক ডাউন হওয়ার ওই সময়টায় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তারা কিছুই করতে পারেন নি। ভিডিও দেখা থেকে শুরু করে ছবি, এমনকি কোনও কোনও ক্ষেত্রে স্ট্যাটাসও পড়া যাচ্ছিল না। এ সময় অনেকেই আইডি ঝুঁকির বিষয়টি মাথায় এনেছেন। আবার কেউ কেউ ভেবেছেন সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হতে পারে।

এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শহিদুল ইসলাম সোহান বলেন, ‘প্রথমে ভেবেছি আমার আইডি হয়তো হ্যাক হয়ে গেছে। কিন্তু এরপর যখন বেশ কয়েকজন এমন ঘটনার সম্মুখীন হলো, তখন মনে করেছিলাম সরকার হয়তো বন্ধ করে দিয়েছে।’

বিষয়টি সম্পর্কে বাংলাদেশে সরকারের প্রযুক্তি সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সরকার ফেসবুক বন্ধ করে নি। এমন কোনও পরিকল্পনাও সরকারের নেই। এটা মূলত ফেসবুকেরই সমস্যা। ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণে এমনটি হয়ে থাকতে পারে।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আমেরিকা, ইউরোপ ও এশিয়ার অনেক দেশে ফেসবুক সাইট ডাউন হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চাইলেও এখনও পর্যন্ত কিছুই জানায়নি তারা।

তথ্যসূত্র: এক্সপ্রেস, দ্য সান

Exit mobile version