দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ হবে হাইব্রিড ক্যাটাগরির। যেটি যোগাযোগ, আবহাওয়া ও নেভিগেশন সেবা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা মটরে বিসিএসসিএল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।
বিসিএসসিএল’র চেয়ারম্যান জানান, কিছু দিনের মধ্যেই এ বিষয়ে পরামর্শক নিয়োগ দেওয়া হবে। এজন্য খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। পরামর্শক জানাবেন, দ্বিতীয় স্যাটেলাইটটি কী ধরনের হবে। তিনি বলেন, আমরা স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সম্প্রচারে গিয়েছি। বাণিজ্যিক সম্প্রচারে গিয়ে প্রথম তিন মাস বিনামূল্যে সেবা দেওয়া হয়েছে। এখন বাণিজ্যিকভিত্তিতেই সব সেবা দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় বিসিএসসিএল’র পক্ষ থেকে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা দেখানো হয়। তাতে জানানো হয়, টিভি চ্যানেলগুলোর পাশাপাশি ভি-স্যাট প্রযুক্তিতে ব্যাংকের বিভিন্ন শাখা ও এটিএম বুথে সংযোগ দেওয়া হবে।