TechJano

হাতে-কলমে সিনেমাটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা ২০১৮

প্রখ্যাত সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনের তত্ত্বাবধায়নে ‘হাতে-কলমে সিনেমাটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। কর্মশালাটি শুরু হবে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার। হাতে-কলমে সিনেমাটোগ্রাফি প্রশিক্ষণের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও থাকবেন বরেণ্য সিনেমাটোগ্রাফার ও চলচ্চিত্র শিক্ষক মাকসুদুল বারী এবং সিনেমাটোগ্রাফার ও চলচ্চিত্র শিক্ষক পঙ্কজ পালিত।
হাতে-কলমে সিনেমাটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালার পাঠ্যক্রমে থাকবে আলোকচিত্রের প্রাথমিক শিক্ষা, চলচ্চিত্রের প্রাথমিক ধারনা, চলচ্চিত্রের নন্দনতত্ত্বের পাঠদান, চলচ্চিত্রগ্রহণের বা সিনেমাটোগ্রাফির প্রাথমিক পাঠদান, ক্যামেরা পরিচিতি, লেন্স পরিচিতি, বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা পরিচিতি (২ কে এবং ৪ কে ক্যামেরা), উচ্চতর সিনেমাটোগ্রাফির তত্ত্বীয় ও হাতে-কলমে প্রশিক্ষণ, আলোর ব্যবহার, রঙের ব্যবহার, সিনেমাটোগ্রাফির জন্য ব্যবহৃত আনুষাঙ্গিক যন্ত্রাদি ব্যবহারের প্রশিক্ষণ (ট্রলি, ডলি, ক্রেন, জিবআর্ম), ইন্ডাস্ট্রির জন্য চলচ্চিত্র এবং স্বাধীন চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফারের ভূমিকা বিষয়ক পাঠদান এবং হাতে-কলমে সিনেমাটোগ্রাফি প্রশিক্ষণের ইনডোর ও আউটডোর অনুশীলন।
কর্মশালার মেয়াদ ৩ মাস। ক্লাস হবে শুক্রবার। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। কর্মশালায় নিবন্ধনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে
কক্ষ নং ৭০১ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা ১০০০।
ফোন: ০১৯৭১ ১০১১০৬০১৭১৮ ৯৫৬৫৭৭০১৬৭৭ ২৬৯৬২৩

Exit mobile version