জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান হিটাচির প্রোজেক্টরে ‘কম্বো অফার’ নিয়ে আসলো স্থানীয় পরিবেশক ইউনিক বিজনেস সিস্টেম (ইউবিএস)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাচনের প্রচারনায় ‘প্রযুক্তির ব্যবহার বাড়াতে’ বিশেষ অফারের আওতায় ট্রাইপডসহ ৪৯০০ বর্গফুটের একটি প্রদর্শনী পর্দাসহ হিটাচির ‘সিপি-ইডি৩২’ মডেলের মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মূল্য নির্ধারন করা হয়েছে ৩২ হাজার টাকা।
প্রোজেক্টরটি বহনে হালকা হওয়ায় প্রান্তিক পর্যায়ে নির্বাচনী প্রচারনায় সহায়ক হবে বলে দাবি করেন স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মাল্টিমিডিয়া প্রোজেক্টরে প্রদর্শনীতে রয়েছে আমেরিকার জাতীয় মান সংস্থা পরীক্ষিত ৩২০০ লুমেন এবং উচ্চমানের চিত্র প্রদর্শনের সুযোগ। প্রোজেক্টরের আলোকবাতি চলবে সর্বোচ্চ পাঁচ হাজার ঘন্টা পর্যন্ত।