হিরো স্পোর্টস রেসিং বাইক কারিজমা জেডএমআর নতুন রূপে ফের বাজারে এলো। ২০০৩ সালে এই বাইকটি ভারতের বাজারে এসেছিল। এবার এটি বিএস-৪ ইঞ্জিনে বাজারে ছাড়া হলো।
স্ট্যান্ডফার্ড ও ডুয়াল টোন, এই দুটি ভার্সনে পাওয়া যাবে ২০১৮ সালের কারিজমা জেডএমআর। ভারতের বাজারে এই বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ৮ হাজার টাকা থেকে ১.১০ লাখ রুপিতে।
বাইকটিতে রয়েছে ২২৩ সিসির ওয়েল কুলড ২০ বিএইচপি শক্তি সম্পন্ন ইঞ্জিন। এর দুই চাকায়ই রয়েছে ডিস্ক ব্রেক। নতুন কারিজমা জেডএমআর বাইকটিতে রয়েছে ফাইভ স্পিড গিয়ারবক্স। হিরো দাবি করছে তাদের নতুন এই বাইক সর্বোচ্চ ১২৯ কিলোমিটার গতিতে ছুটবে।
চালক আরোহীকে স্বাচ্ছন্দ্য দিতে স্পোর্টস বাইকটির সামনের চাকায় রয়েছে টেলিস্কোপিক ফর্ক। আর পিছনে টুইন শক ব্যবহার করা হয়েছে। বাইকটিতে এবিএস ব্যবহার করা হয়নি।
২০০৩ সালে প্রথম ভারতের বাজারে আসে কারিজমা জেডএমআর। তখনই বাইকারদের মন জয় করে এই বাইকটি। তরুণ প্রজন্মের কাছে স্টাইল আইডল হয়ে ওঠে এই বাইকটি।