দেশ

হিরো গ্লামার এখন ইগনিটর!

By Baadshah

July 07, 2018

বাংলাদেশে হিরো মটরসাইকেলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় মডেল হলো হিরো গ্লামার। অফিসগামী কেতাদুরস্ত তরুণ কিংবা মধ্যবয়সী, সকলের পছন্দের বাইক এটি। দেখতেও যেমন আকর্ষণীয়। চলেও ভালো। মাইলেজও বেশ। এই বাইকটি দীর্ঘদিন একচেটিয়ে সড়কে রাজত্ব করে আসছিল।বিশেষ করে ১২৫ সিসির বাইক সেগমেন্টে। যখন হিরো আর হোন্ডা একজোট হয়ে বাইক বানাতো, সেই সময় থেকে।

সম্প্রতি হিরো এনেছে “হিরো ইগনিটর ১২৫”। দেশের বাজারে ইগনিটর বিক্রি শুরু করেছে হিরোর দেশীয় পরিবেশক নিটল মটরস। নতুন বাইকটি দেখতে গ্লামারের মতই। গ্লামারের মতই এটি ১২৫ সিসির। তবে গ্লামারে চেয়ে ইগনিটরের টর্ক বেশি। তাই রেডি পিকআপ বেশি মিলবে। গতিও বেশি উঠবে। একই সঙ্গে আরো বেশি মাইলেজ পাওয়া যাবে।

হিরো গ্লামার ইন্ডিয়ান ভার্সন হলেও ইগনিটর ইন্দোনেশিয়ান ভার্সন। গ্লামারের মূল কাঠামো ঠিক রেখে এতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে সিট, টেইল, এক্সহস্ট পাইপ, হেডলাইট, গ্রাব রেইল ইত্যাদিতে। ফলে বাইকটি আরো বেশি আকর্ষণীয় লাগে।

আরও পড়ুন:

নতুন পালসার মটরসাইকেলের দাম কত?

এক চার্জে বাইক চলবে ৫০০ কিমি!

কেমন হচ্ছে বিএমডব্লিউ কম দামের বাইক?

গতির ঝড় তুলতে এলো বনভিল স্পিডমাস্টার বাইক, জেনে নিন কেমন হচ্ছে?

বিএমডব্লিউ আনছে সর্বাধুনিক প্রযুক্তির বাইক