করপোরেট

হিরো মোটরসাইকেলে ঈদ মূল্যছাড়ে দাম কমলো কত?

By Baadshah

August 10, 2018

হিরো মোটরসাইকেলে ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ মূল্য ছাড় ঘোষণা করেছে হিরো মোটরসাইকেলের দেশীয় পরিবেশক নিলয় মটরস লিমিটেড। এই মূল্যছাড় চলবে আগস্ট মাস জুড়ে।

ঈদ অফারে হিরোর তাদের পাঁচটি মডেলে মূল্য ছাড় দিচ্ছে। এগুলো কমিউটার সেগমেন্টের বাইক। হিরো আই স্মার্ট ১১০, হিরো অ্যাচিভার এবং হিরোর সবচেয়ে জনপ্রিয় বাইক হিরো হাঙ্কের দাম অপরিবর্তিত রয়েছে।

কোন মডেলের দাম কত ছিলো আর কত হলো-

হিরো এইচএফ ডিলাক্স কিক স্টার্টারর ভার্সনটির বর্তমান মূল্য ৮২ হাজার ৯৯০ টাকা। এর আগের মূল্য ছিল ৮৪ হাজার ৯৯০ টাকা।

একই মডেলের সেলফ স্টার্টার ভার্সনের মূল্য এখন ৯০ হাজার ৯৯০ টাকা। এর পূর্বমূল্য ছিল ৯৪ হাজার ৯৯০ টাকা।

হিরোর জনপ্রিয় বাইক স্প্লেন্ডর প্লাস এখন পাওয়া যাচ্ছে ৯১ হাজার ৯৯০ টাকা। এই বাইকটি আগে বিক্রি হতো ৯৫ হাজার ৯৯০ টাকায়।

দাম কমেছে ১২৫ সিসির জনপ্রিয় মডেল গ্লামারেরও। এটি এখন মিলছে ১ লাখ ১৭ হাজার ৯৯০ টাকায়। গ্লামারের আগের দাম ছিল ১ লাখ ১২০ হাজার ৯৯০ টাকা।

১২৫ সিসির নতুন মডেল ইগনিটরেরও দাম কমেছে। ৩ হাজার টাকা দাম কমে এটি এখন পাওয়া যাচ্ছে ১ লাখ ২৪ হাজার ৯৯০ টাকায়।