দেশ

হুয়াওয়ের এই প্রথম বাংলাদেশে ল্যাপটপ বিক্রির ঘোষণা

By Baadshah

August 05, 2020

বিশ্ববাজারে সাফল্যের ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের বাজারেও প্রিমিয়াম ক্যাটাগরির দুটি ল্যাপটপ বিক্রির ঘোষণা দিল শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

জানা গেছে, চলতি মাসেই হুয়াওয়ে মেটবুক ১৩ এবং হুয়াওয়ে মেটবুক ডি ১৫ এ দু’টি মডেলের প্রিমিয়াম ল্যাপটপ আনবে হুয়াওয়ে। ল্যাপটপ দু’টি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে।

হুয়াওয়ে মেটবুক ১৩ ল্যাপটপটিতে মাল্টিটাচ স্ক্রিনসহ ১৩ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে টু কে রেজ্যুলেশনের ভিউ পাওয়া যাবে। ১৬ জিবি র‌্যামের এ ল্যাপটপটিতে ১০ জেনারেশনের কোর আই ফাইভ সিপিইউ ব্যবহার করা হয়েছে। রয়েছে ৫১২ জিবির স্টোরেজ।

অপরদিকে হুয়াওয়ে মেটবুক ডি ১৫ ল্যাপটপটি ১৬.৯ মিলিমিটার পাতলা এবং ১.৫৩ কেজি ভারী। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন ও কুইক চার্জিং প্রযুক্তি।

৮ জিবি ডিডিআর ফোর র‌্যামের মেটবুক ডি ১৫ ল্যাপটপটিতে ১ টেরাবাইট ও ২৫৬ জিবির স্টোরেজ সুবিধা রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫ ৩৫০০ ইউ মডেলের প্রসেসর। তবে ল্যাপটপের দাম সম্পর্কে এখনই কিছু জানা যায়নি। প্রি-বুক ঘোষণার সময়ই আরো বিস্তারিত জানা যাবে।