TechJano

হুয়াওয়ের ওপর আস্থা রেখে মোটরবাইক জিতলেন যারা

হুয়াওয়ের বিভিন্ন মডেলের স্মার্টফোন কিনে সারাদেশ থেকে ভাগ্যবান পাঁচজন (০৫) মোটরবাইক পেয়েছেন। রমজান মাসব্যাপী ‘হুয়াওয়ের ছন্দে, ঈদ হোক আনন্দে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে পাঁচজনকে মোটরবাইক তুলে দিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।
চলতি মাসের ১২ ও ১৩ জুন রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, টোকিও স্কয়ার, নর্থ টাওয়ার এবং চট্টগ্রামের সানমার ওশান সিটিতে বিজয়ীদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। এ ক্যাম্পেইনের আওতায় মোটরবাইক পেয়েছেন আশফাক উদ্দিন সেজান, সানি সরকার, রাফিউল আলম, আশরাফ আলী ও আসাদুজ্জামান শিকদার।

৬ মে থেকে চালু হওয়া বিশেষ এই ঈদ অফার চলে ১০ জুন পর্যন্ত। এ ক্যাম্পেইনের অধীনে গ্রাহক স্মার্টফোন কিনে প্রতি সপ্তাহে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ ও একটি করে মোটরবাইক এবং প্রতিদিন একটি করে আকর্ষণীয় হুয়াওয়ে হ্যান্ডসেট জিতে নেন। এছাড়া হুয়াওয়ের স্মার্টফোন ও ট্যাব কিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক, মূল্য হ্রাস, ফ্রি গিফটসহ নানা ধামাকা অফারও উপভোগ করেন গ্রাহকরা। ##

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রপ:
বিশে^র প্রায় ১৭০টির বেশি দেশে ও স্থানে হুয়াওয়ে সৃষ্টিশীল আইটি পণ্য, সেবা ও সল্যুশনস ব্যবহার হয় যা বিশে^র মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষকে সেবা দিচ্ছে। যুক্তরাষ্ট্র, জার্মানি সুইডেন, রাশিয়া, ভারত ও চীনে হুয়াওয়ের মোট ১৪টি গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) সেন্টার রয়েছে। হুয়াওয়ের তিনটি বিজনেস ইউনিটের মধ্যে হুয়াওয়ে কনজ্যুমার বিজি যারা কাজ করে স্মার্টফোন, পিসি, ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস এবং ক্লাউড সেবা নিয়ে। বিশ^ব্যাপি টেলিকম খাতে ৩০ বছরের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত হুয়াওয়ের নেটওয়ার্ক এবং একইসঙ্গে গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটি দৃঢ়-প্রতিজ্ঞ।

Exit mobile version