TechJano

হুয়াওয়ের পানিরোধক ফিটনেস ট্র্যাকার বাজারে

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন ফিটনেস ট্র্যাকার বাজারে ছেড়েছে। এগুলো হলো অনার ব্যান্ড এ২ এবং ব্যান্ড ২ প্রো। ব্যান্ড দুইটি নীল, কালো এবং লাল রঙে পাওয়া যাবে। হার্ট রেট ট্র্যাকিং সহ ০.৯৬ ইঞ্চি ওএলইডি টাচ ডিসপ্লে এবং হার্ট রেট সেন্সর রয়েছে যার মূল্য ২৭৯৯ রুপি ।

ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনটিতে সংযুক্ত থাকার সময় এটি ইনকামিং কল এবং ম্যাসেজ ব্যবহারকারীকেও সূচিত করে। এটি ঘাম এবং পানি এবং ধুলাবালি প্রতিরোধক এবং ৯৫ এমএএইচ ব্যাটারি আপ টু ৯ বিট ব্যাটারি লাইফ এবং ১৮ দিন স্টানবাই থাকার প্রতিশ্রুতি দিচ্ছে।

অনার ব্যান্ড এ২ তে উল্লেখ করার মত কিছু বৈশিষ্ট আছে, যা অ্যান্ড্রয়েড ৪.৪ এবং আইওএস ৮.০ এর সাথে আরও বেশি ব্যবহার উপযুক্ত পেডোমিটার, স্লিপ ট্র্যাকার, ব্যায়াম ট্র্যাকার, প্রজ্বলিত রিমাইন্ডার কল এবং মেসেজ নোটিফিকেশন, ইনকামিং কল মুট ফাংশন, জল এবং ধুলাবালি পতিরোধক (আইপি ৬৭)সম্পন্ন। ৫০ মিটার গভীর পানিতে এগুলো সচল থাকবে। পিএমওলিড ডিসপ্লে সম্বলিত এই ফিটনেস ব্যান্ডগুলো যেকোনো অ্যানড্রয়েড ফোনের সঙ্গে পেয়ার করা যাবে।

Exit mobile version