ইভেন্ট

হুয়াওয়ের স্মার্টফোন কিনে পাওয়া গেলো সাকিবের সাথে খেলার সুযোগ!

By Baadshah

November 01, 2018

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ‘প্লে উইথ সাকিব’ ক্যাম্পেইনে নির্বাচিতরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে দেখা করা ও খেলার সুযোগ পেয়েছেন। ৩০ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের এনডিই স্পোর্টস ফ্যাসিলিটিতে বিজয়ীদের জন্য এ আয়োজন করা হয়। গত ঈদ-উল-ফিতর উপলক্ষে হুয়াওয়ে ক্যাম্পেইনটি চালু করেছিল।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর ক্যালভিন ইয়ং বলেন, “সম্মানিত ক্রেতাদের কাছে গুণগত মান সম্পন্ন হ্যান্ডসেট তুলে দেয়ার পাশাপাশি তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করাটাও আমাদের উদ্দেশ্য। এর অংশ হিসাবে আমরা ক্রেতাদের মধ্য থেকে নির্বাচিতদের কিছু ভালো সময় উপহার দিতে চাই। সাকিব আল হাসানের মত বিশ্বখ্যাত অলরাউন্ডারের সাথে খেলার সুযোগটিও সে রকম একটি উদ্যোগ। আশা করি হুয়াওয়ের ক্রেতারা এটি উপভোগ করেছেন।”