TechJano

হুয়াওয়ে বাজারে নতুন ট্যাবলেট আনল

বাজারে নতুন ট্যাবলেট নিয়ে এল হুয়াওয়ে। চীনে লঞ্চ হয়েছে হুয়াওয়ে মেটপ্যাড। গত বছর নভেম্বরে হয়াওয়ে মেটপ্যাড প্রো ফাইভজি’র পরে এটা তাদের দ্বিতীয় ট্যাবলেট। একাধিক রঙ ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ট্যাবলেট। ডিভাইসটিতে রয়েছে কিরিন ৮১০ চিপসেট, ৮ মেগাপিক্সেল ক্যামেরা আর স্টাইলাস সাপোর্ট।

প্রো ভেরিয়েন্টের মতো হুয়াওয়ে মেটপ্যাডে ফাইভজি কানেক্টিভিটি থাকছে না। চীনের বাজারে নতুন মেটপ্যাডের দাম ১৮৯৯ ইয়েন। ডিভাইসটিতে রয়েছে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। এই ট্যাবলেটে রয়েছে ১০.৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে রয়েছে কিরিন ৮১০ চিপসেট, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

হুয়াওয়ে মেটপ্যাডে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য আরো একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। এতে ওয়াইফাই সাপোর্ট থাকছে।

Exit mobile version