TechJano

হুয়াওয়ে সাব-ব্র্যান্ড ‘অনার’ ‍বিক্রি করে দিলো

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে নিজেদের সাব-ব্র্যান্ড ‘অনার’ ‍বিক্রি করে দিয়েছে। তবে ঠিক কত টাকায় অনার ব্র্যান্ডকে কে কিনেছে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদ মাধ্যম রয়েটার্সের খবর, এ নিয়ে অনারের মূল ডিস্ট্রিবিউশন পার্টনার ডিজিটাল চায়না গ্রুপের সঙ্গে হুয়াওয়ে আলোচনা করেছিল। ডিজিটাল চায়না বাদে টিসিএল ও শাওমিও সম্ভাব্য ক্রেতার তালিকায়। তবে অনার ব্র্যান্ডকে পুরোপুরি বিক্রি করে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটালো হুয়াওয়ে।

সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে স্মার্টফোনের সব উপকরণ নিজেরাই তৈরির উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে। তাই তাদের প্রয়োজন অনেক টাকা। এই টাকার যোগান দিতেই অনার ব্র্যান্ডকে বিক্রয় করে দিয়েছে বলে ধারনা করেন প্রযুক্তি বাজার বিশেষজ্ঞরা।

মূলত হাইএন্ড ফোনের বাজার ধরে রাখতে চায় হুয়াওয়ে। কারণ এই ফোনগুলোতে তাদের লাভ বেশি থাকে। অনার ফোনে অনেক ফ্ল্যাগশিপ ফিচার থাকলেও দাম কম রাখা হয়। বিক্রি বেশি হওয়ায় হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসার অর্ধেকই ছিল অনার সাব-ব্র্যান্ডের দখলে। ফলে এই মিড রেঞ্জ ব্র্যান্ডের উপর হুয়াওয়ের আর কোনো নিয়ন্ত্রণ থাকলো না।

শোনা যাচ্ছে ১৫.২ বিলিয়ন ডলারের বিনিময়ে অনার ব্র্যান্ডকে বিক্রয় করেছে হুয়াওয়ে। এ টাকার পুরোটাই হুয়াওয়ের গবেষণা ও উন্নয়ন খাতে ব্যায় হবে। অনেকটা অ্যাপলের মতোই কর্মপদ্ধতির দিকে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালের ১৫ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার আদেশ দেয়। এতে গুগলসহ মার্কিন সব প্রযুক্তি কোম্পানির সঙ্গে হুয়াওয়ের ব্যবসায়িক চুক্তি বাতিল হয়। এরপর গত ১৫ সেপ্টেম্বর কিরিন প্রসেসর উৎপাদনের ক্ষমতাও হারায় হুয়াওয়ের হাইসিলিকন ডিভিশন। চাপে পড়ায় এবার স্মার্টফোনের ব্যবসাও সংকুচিত করার সিদ্ধান্ত নিয়েছে হুয়াওয়ে।

Exit mobile version