করপোরেট

হুয়াওয়ে, স্যামসাংকে পেছনে ফেলল অপো

By Baadshah

January 20, 2018

এশিয়ার বাজারে সর্বোচ্চ ১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে অপো। তালিকায় ১৩ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিভো।১২ শতাংশ শেয়ার নিয়ে ভিভোর পরেই আছে শাওমি ও স্যামসাং। অন্যদিকে, ১১ শতাংশ শেয়ার নিয়ে সবার পেছনে অবস্থান করছে হুয়াওয়ে।

কাউন্টারপয়েন্ট নামে প্রযুক্তি বাজার বিষয়ক এক গবেষণা প্রতিষ্ঠান তাদের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।কাউন্টারপয়েন্ট হলো একটি আন্তর্জাতিক ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস ফার্ম, যার সদর দপ্তর এশিয়াতে অবস্থিত।

শক্তিশালী তথ্য-উপাত্ত এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে বিশদ জ্ঞানের ভিত্তিতে কাউন্টারপয়েন্টের বিশেষজ্ঞ গবেষক দল গ্রাহকদের জন্য বিভিন্ন গবেষণা প্রকল্প নিয়ে কাজ করে।

অপোর বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, সেলফি ফিচারে আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত করতে পেরে আমরা গর্বিত। এই সাফল্যই আমাদের ব্র্যান্ডকে এশিয়ার বাজারে শীর্ষ অবস্থান অর্জন করতে সহায়তা করেছে।