জনপ্রিয়

হোন্ডার বিলাসবহুল স্পোর্টস বাইক

By Baadshah

March 12, 2020

নতুন বিলাসবহুল বাইক আনল হোন্ডা। মডেল হোন্ডা সিআরএফ১১০০এল আফ্রিকা টুইন। এই বাইকটিতে ১০৮৪ সিসির সুপার ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে। ভারতের বাজারে এটি বিক্রি হচ্ছে ১৫.৩৫ লাখ রুপিতে। একাধিক নতুন আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি বাইকটিতে হালকা ফ্রেম ও ২৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেয়া হয়েছে। অ্যাডভেঞ্চার স্পোর্টস ভেরিয়েন্টে উইন্ডস্ক্রিনের উচ্চটা নিয়ন্ত্রণ করা যাবে।

নতুন ইঞ্জিনে আগের থেকে ১২ শতাংশ বেশি শক্তি ও ১১ শতাংশ বেশি টর্ক পাওয়া যাবে। এছাড়াও ওজনের সঙ্গে শক্তির অনুপাত ১০ শতাংশ বেড়েছে। আগের থেকে আড়াই কিলোগ্রাম কম ওজনের এই মোটরসাইকেলে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন। চারটি রাইডিং মোডে এই মোটরসাইকেল চালানো যাবে। ট্যুর, আর্বান ও অফ-রোড এবং দুটি কাস্টম রাইডিং মোড থাকছে। স্ট্যান্ডার্ড ভার্সনে রয়েছে ১৮.৮ লিটার ট্যাঙ্ক। এই মোটরসাইকেলের ওজন ২২৬ কিলোগ্রাম। ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন ভার্সনের দাম ২৩৬ কিলোগ্রাম।

মোটরসাইকেলের সামনে ২১ ইঞ্চির ও পিছনে ১৮ ইঞ্চি চাকা থাকছে। সামনের চাকায় ৩১০ মিমি ডুয়াল ওয়েভ ফ্লোটিং ইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে। কোম্পানির দাবি এক লিটার পেট্রলে ২০.৪ কিমি চলবে এই মোটরসাইকেল।