TechJano

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ১৫০ কোটি

বিশ্বব্যাপী ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ কোটি।ফেইসবুকের অধিগ্রহণকৃত হোয়াটসঅ্যাপের মাধ্যমে দৈনিক অন্তত ৬ হাজার কোটি ম্যাসেজ আদান-প্রদান করা হয়। এটি প্রতিষ্ঠানটির জন্য একটি মাইলফলক বলে বৃহস্পতিবার জানিয়েছে ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।মার্ক জাকারবার্গ জানান, ফেইসবুকের স্টোরি শেয়ার করার অন্যতম এখন মাধ্যম এই হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। যা এখন অনেক জনপ্রিয়।ইনস্টাগ্রাম ‘স্টোরিজ’ এবং হোয়াটসঅ্যাপের ‘স্ট্যাটাস’ ফিচারটি এখন দৈনিক ৩০ কোটির বেশি ব্যবহারকারী ব্যবহার করেন। যেখানে ১৭ কোটি ৮০ লাখের মতো স্ন্যাপচ্যাটের ব্যবহারকারী রয়েছে বরে জানিয়েছে প্রযুক্তি সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চ।২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি ফেইসবুক ১৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। যা অন্যতম একটি বড় একটি লেনদেন ছিল ফেইসবুকের।হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বিবেচনা করে ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবহারকারীদের আলাদা আলাদা কিছু সুবিধাও দেয়।আর ব্যবসায়ীদের দিকে নজর রেখেই নানান ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। সেখান থেকে নতুন করে আরও আয় করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ফেইসবুক।

Exit mobile version