TechJano

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে ক্ষমতা বাড়ল গ্রুপ অ্যাডমিনের

হোয়াটসঅ্যাপে চালু হলো নতুন ফিচার। এবার ‘গ্রুপ অ্যাডমিন’দের হাতে আরও বেশি ক্ষমতা দিল হোয়াটসঅ্যাপ। ‘সেন্ড মেসেজ’ নামে চালু হলো এই নতুন ফিচার। এই ফিচার অনুযায়ী, কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন যদি ‘সেন্ড মেসেজ’ অপশন অ্যাকটিভ করে দেন, তাহলে গ্রুপের বাকি সদস্যরা বিষয়টি শুধু দেখতে পারবেন, কিন্তু কোনও মন্তব্য করতে পারবেন না।

শুধু তাই নয়, গ্রুপ অ্যাডমিনই তাঁর শেয়ার করা বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবেন। গ্রুপ অ্যাডমিন যদি মনে করেন তাঁর শেয়ার করা বিষয়টি ডিলিট করতে হবে, তাহলে সেটি তিনি নিজেই ডিলিট করতে পারবেন। কিন্তু গ্রুপের অন্য সদস্যরা এই অধিকার পাবেন না।

গ্রুপ অ্যাডমিন এই ‘সেন্ড মেসেজ’ অপশনকে অ্যাকটিভ করতে চাইলে তাঁকে প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। তার পর হোয়াটসঅ্যাপ ‘সেটিংস’-এ গিয়ে ‘গ্রুপ ইনফো’ অপশন ক্লিক করতে হবে। এর পর ‘গ্রুপ সেটিংস’-এ গিয়ে ‘সেন্ড মেসেজ’ অপশনটায় ক্লিক করতে হবে। সেখানে ‘অনলি অ্যাডমিনস’ অপশনটা সিলেক্ট করলেই অ্যাকটিভ হয়ে যাবে ‘সেন্ড মেসেজ’।

Exit mobile version