TechJano

হ্যাক হতে পারে ১৪০ কোটি জিমেইল অ্যাকাউন্ট!

যারা মেইল ব্যবহার করেন তাদের মধ্যে জি-মেইল ব্যবহারকারীর সংখ্যাই এখন সবচেয়ে বেশী বলে মনে হয়। বিশ্বে প্রায় ১৪০ কোটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাকারদের হামলার শঙ্কায় রয়েছে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছেন হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা। এজন্য জিমেইল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

মার্কিন গোয়েন্দা সংস্থাটির তথ্য মতে, এপ্রিলে ‘কনফিডেনশিয়াল মোড’ সুবিধাযুক্ত হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে জিমেইল। ‘কনফিডেনশিয়াল মোড’ ফিচারটি কাজে লাগিয়ে পাঠানো বার্তা প্রাপকের ইনবক্স থেকে নির্দিষ্ট সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে সব বার্তা নয়, ই-মেইল পাঠানোর আগে নির্দিষ্ট করা বার্তাগুলোই শুধু মুছে যাবে।

আর এই ই-মেইলটি পড়ার জন্য প্রাপককে আলাদা লিংকে ক্লিক করতে হয়। আর এ লিংকে ক্লিক করার পদ্ধতি কাজে লাগিয়েই মূলত ভুয়া লিংক পাঠিয়ে সাইবার হামলা চালাতে পারে হ্যাকাররা। এ জন্য ভুয়া লিংক পাঠায় সাইবার অপরাধীরা। লিংকগুলোতে ক্লিক করলেই ভুয়া ওয়েবসাইটে প্রবেশের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরির শঙ্কা থাকে।

সূত্র : মেইল অনলাইন

Exit mobile version