নতুন পন্য

১০৮০পি গেমিংয়ের জন্য বাজারে নতুন এসেছে গিগাবাইটের জিফোর্স জিটিএক্স ১৬৬০ সুপার

By Baadshah

December 28, 2019

এই গ্রাফিক্স কার্ডের মডেলের নাম গিগাবাইটের গেমিং ওসি সিক্স জি জিপিইউ। ভেতরে ট্রিপল এক্স উইন্ডফোরস ডিজাইনের ফ্যান রয়েছে। এর মানে মাঝখানের যে ফ্যানটি রয়েছে এর স্পিন অল্টারনেট। ওজনে ভারী এই জিপিইউ এর মধ্যে ৮ পিন দেওয়া হয়েছে । এই জিপিইউটির ১৪০৮ কুডা কোরস(Cores) রয়েছে টোটাল পাওয়ার ড্র ১২৫ তাই এর আলাদা ডেডিকেটেড সাপ্লাই অ্যাড করতে হবে।

তিনটি ডিসপ্লে পোর্ট এবং একটি এইচডি এম আই পোর্টের অপশন দেওয়া হয়েছে। এর টপে যে গিগাবাইটের লোগো রয়েছে শুধু তার মধ্যেই আরজিবি রয়েছে। ১৬৬০ সুপার এ ১৬৬০ এর তুলনায় অনেক পরিবর্তন করা হয়েছে এবং মূল পার্থক্য হল এর যে মেমোরি ক্লক ১৪০০০ মেগা হার্জ  যার ফলে টোটাল যে ব্যান্ডউইথ তা ৩৬০জিবি পার সেকেন্ড এবং এর মধ্যে ৬জিবি জিডিডিআর৬  মেমোরি রয়েছে যেটা জিডিডিআর৫ ছিল ১৬৬০ এর মধ্যে। এর কারনে ১৬৬০ সুপার এর সর্বোচ্চ পাওয়ার ড্র ৪৫০  ওয়াট।বর্তমান বাজার মূল্য ২৬,৩০০ টাকা।