TechJano

১০ জিবি র‍্যামের ভিভো আনছে নেক্স ২, কিনবেন কেন?

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো আরেকটি নতুন ফোন আনতে যাচ্ছে। ‘ভিভো নেক্স ২’ নামে ডিভাইসটি সম্পর্কে অনলাইনে ফাঁস হয়েছে রেন্ডার ছবি ও তথ‍্য।
ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ফোনের পেছনে তিনটি ক‍্যামেরার পাশাপাশি রয়েছে এলইডি ফ্ল‍্যাশ।
কম বেজেলের নচবিহীন ফুল ভিউ ডিসপ্লে রয়েছে এতে। ১০ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকবে ডিভাইসটিতে। এছাড়া ব‍্যবহার করা যাবে মাইক্রো এসডি কার্ড। গিকবেঞ্চের সিঙ্গেল কোরে ফোনটির স্কোর ২২৫২ এবং মাল্টিকোর স্কোর ৮৫০৮।ডিসপ্লের উপর নির্ভর করে ডিভাইসটি ৬.৫ এবং ৫.৫ ইঞ্চির সংস্করণে পাওয়া যাবে।
কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ৮৪৫ চিপসেট সমৃদ্ধ ডিভাইসটির মডেল নম্বর ভিভো ভি১৮২১এ।
ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেইস আনলক সুবিধা যুক্ত করা হবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ‍্যান্ড্রয়েড পাই।
এছাড়া থাকবে ওয়াইফাইল, ব্লুটুথ, জিপিএস এবং এনএফসি সুবিধা।নীল, লাল রঙে ডিভাইসটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে পারে। ফোনটির মূল্য হতে পারে ৭০০ ডলারের বেশি।
তবে এই সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোন তথ‍্য জানানো হয়নি।

Exit mobile version