TechJano

১০ লক্ষাধিক রবি-টেন মিনিট স্কুল অ্যাপ ডাউনলোড হয়েছে

ডিজিটাল শিক্ষার উপর শিক্ষার্থীদের আস্থা ক্রমশ বাড়তে থাকায় ১০ লাখবার ডাউনলোডের মাইলফলক অতিক্রম করেছে দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুলের (www.robi10minuteschool.com) মোবাইল অ্যাপ্লিকেশন। এর ফলে অ্যাপটি দেশের বৃহত্তম ডিজিটাল শিক্ষা-ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশনে পরিণত হলো। অ্যাপটি এ পর্যন্ত ১০ লাখ ৩৩২ বার ডাউনলোড করা হয়েছে এবং ২ লাখের বেশি ব্যবহারকারী সক্রিয় রয়েছেন, যা যে কোন সময়ের তুলনায় সর্বোচ্চ।

মোবাইল অ্যাপ প্ল্যাটফর্মের সাফল্যের পাশাপাশি সম্প্রতি রবি-টেন মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলটিও ১০ লাখ সাবস্ক্রাইবারের ল্যান্ডমার্কে পৌঁছেছে। করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্রমবর্ধমান চাহিদার ফলে রবি-টেন মিনিট স্কুল তাদের ইউটিউব চ্যানেলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা লাইভ ক্লাস পরিচালনা করছে।

রবি-টেন মিনিট স্কুলের মোবাইল অ্যাপটিতে রয়েছে ভর্তি পরীক্ষার টিউটোরিয়াল, বিশ্ববিদ্যালয়ের কোর্সসমূহ, দক্ষতা বৃদ্ধির কন্টেন্ট, প্রায়োগিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সসহ সহশিক্ষা কার্যক্রম; যেমন: বিতর্ক, চিত্রকলার ওপর বিভিন্ন কন্টেন্ট। অ্যাপটিতে বর্তমানে ৪৯ হাজার ৪শ’র বেশি টেস্ট কুইজ, ১ হাজার ১শ’র বেশি স্মার্টবুকস (ইন্টারঅ্যাক্টিভ ই-বুকস) এবং ৯শ’র বেশি শিক্ষা-সম্পর্কিত বøগ রয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী ১২ হাজারের বেশি শিক্ষামূলক ভিডিও রয়েছে প্ল্যাটফর্মটিতে।

বিজ্ঞান, কলা, প্রকৌশল ও গণিতের মতো বিষয়ের ওপর ৩ হাজার ৬শ’র বেশি ভিডিওসহ রবি-টেন মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলটি দেশের একাডেমিক ভিডিও’র বৃহত্তম প্ল্যাটফর্ম যাতে দেশের জাতীয় শিক্ষাক্রমের পুরোটা অন্তর্ভূক্ত আছে।

রবি-টেন মিনিট স্কুল ইউটিউব চ্যানেলটি ২০১৫ সালে যাত্রা শুরু করে। পাঁচ বছরের মধ্যে প্ল্যাটফর্মটির ভিডিওগুলোতে ভিউয়ের সংখ্যা ৬ কোটি ২৬ লাখ ২৬ হাজার ২০২।

Exit mobile version