নতুন পন্য

১২০০-এরও বেশি বাড়ির নিরাপত্তায় সিমো

By Baadshah

January 24, 2022

ঢাকা শহরে বাড়ির নিরাপত্তা সব সময়ই অন্যরকম গুরুত্ব পেয়ে এসেছে। তবে শুধুমাত্র সিকিউরিটি গার্ডের উপর নির্ভর করে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাড়িতে স্বয়ং উপস্থিত না থেকেও খুব সহজেই বাড়ির এবং প্রিয়জনদের নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের আস্থা অর্জন করেছে হোম সিকিউরিটি সিস্টেম। খুব কম সময়েই এই হোম সিকিউরিটি সিস্টেম শহরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিরাপত্তা ও নজরদারির ক্ষেত্রে সাধারণত সিসিটিভি ক্যামেরা-ই ব্যবহৃত হয়, কিন্তু এর সীমিত ডেটা স্টোরেজ সুবিধাসহ অন্যান্য ফিচার বাণিজ্যিক স্থানগুলোর জন্যই বেশি প্রযোজ্য। বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত গতানুগতিক সিসিটিভি ও আইপি ক্যামেরার পরিবর্তে ২০১৭ সালে বাংলা ট্র্যাক সলিউশনস লিমিটেড একটি দেশীয় উন্নত প্রযুক্তির ব্র্যান্ড ‘সিমো’ চালু করে। সিমো বাংলাদেশের প্রথম স্মার্ট সিকিউরিটি সিস্টেম, যা আপনার বাড়ি, কর্মস্থল ও পরিবারকে নিরাপদ রাখবে এবং জীবনকে করে তুলবে আরো সহজ। সিমো ইন্সটল করার জন্য নেটওয়ার্ক ক্যাবল, এনভিআর ইত্যাদির প্রয়োজন নেই আর তাই এটি ইন্সটল করা সহজ। সিসিটিভি ক্যামেরার জন্য টিভি মনিটর ও অন্যান্য যন্ত্রপাতির প্রয়োজন হয় কিন্তু সিমো এর জন্য এসব কিছুর প্রয়োজনই নেই। সিমো মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি হাই কোয়ালিটির ভিডিও সহ অন্যান্য সুবিধা পাচ্ছেন খুব সহজেই। ক্যামেরা চুরি হলে বা কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সিমো-র ক্ষেত্রে ক্লাউডে ঘটনার ফুটেজ সংরক্ষিত থাকে। সিমো ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন থেকেই সিমো অ্যাপের মাধ্যমে নিজেদের বাড়ি বা মূল্যবান সম্পত্তির ওপর নজর রাখতে পারবেন। এতে নজরদারির ওপর ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং দায়িত্বপ্রাপ্ত বা তৃতীয় পক্ষের ব্যক্তির ওপর নির্ভরতা কমে। অ্যাপটিতে আরো আছে একটি প্রোঅ্যাক্টিভ মোশন অ্যালার্ট, যার ফলে কোনো অবাঞ্ছিত ঘটনার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়। বাংলা ট্র্যাক সলিউশনস লিমিটেডের হেড অফ অপারেশনস এম তানভীর সিদ্দিকী বলেন, “সিমো বাংলাদেশের প্রথম স্মার্ট সিকিউরিটি সিস্টেম। এটি আপনার বাড়ি, কর্মস্থল ও পরিবারকে নিরাপদ রাখবে এবং জীবনকে আরো সহজ করে তুলবে। এই স্মার্ট সিকিউরিটি সলিউশনের প্রধানত দু’টি ওয়াই-ফাই অ্যানেবলড সিকিউরিটি পণ্য আছে — স্মার্ট ভিডিও ডোরবেল ও স্মার্ট ইনডোর ক্যামেরা। এই দু’টি প্রোডাক্ট সিমো অ্যাপ ব্যবহার করে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে আপনার ঘরের নিরাপত্তার ওপর নজর রাখবে। এই ব্র্যান্ডের আওতায় আরো উদ্ভাবনী পণ্য ও সেবার মাধ্যমে জীবনযাত্রার সব ধরনের নিরাপত্তার চাহিদা পূরণ করাই আমাদের লক্ষ্য।” তিনি আরো বলেন, “বাংলা ট্র্যাক সলিউশনস লিমিটেড উন্নত প্রযুক্তি ও ক্রমাগত উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনে প্রভাব রাখায় বিশ্বাসী। জীবনের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সিমো কাজ করে যাচ্ছে। ২০১৭ সালে যাত্রা শুরু করার পর এখন পর্যন্ত দেশ জুড়ে ১২০০টি-র বেশি বাড়িতে আমরা সিমো স্থাপন করেছি।” স্মার্ট ভিডিও ডোরবেল: সিমো-র ‘স্মার্ট ভিডিও ডোরবেল’ আপনার ঘরের পাওয়ার সাপ্লাই ও ওয়াই-ফাইয়ের সাথে যুক্ত থাকে এবং ঘরের বাইরের দরজার সাথে এটি যুক্ত করা যায়। এই সহজ ও স্মার্ট ডিজাইনের ডোরবেল ক্যামেরাটিতে দ্বিমুখী যোগযোগের সুবিধা আছে। কেউ ব্যবহারকারীর ঘরের ডোরবেল টিপলে বা দরজার সামনে নড়াচড়া শনাক্ত হলে তৎক্ষণাৎ গ্রাহকের স্মার্ট ফোনে নোটিফিকেশন চলে যায়। নোটিফিকেশনের সাথে সাথে ঘটনার একটি স্ন্যাপশট এবং দরজার সামনে নড়াচড়া বা সন্দেহজনক গতিবিধির একটি ২০ সেকেন্ডের ভিডিও ব্যবহারকারীকে পাঠানো হয়, যা সিমো অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে দেখা সম্ভব। সাশ্রয়ী মূল্যে এটি একটি অত্যাধুনিক রিমোট মনিটরিং ডিভাইস। স্মার্ট ইনডোর ক্যামেরা: পৃথিবীজুড়ে গ্রাহকদের জন্য সবচেয়ে নির্বিঘ্ন ও উন্নতমানের স্মার্ট সিকিউরিটি পণ্য প্রদান করার লক্ষ্যে কাজ করছে সিমো। এই সাশ্রয়ী ইনডোর ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা কম খরচে নিজেদের বাড়ির ভেতরের অথবা ছোট পরিসরের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। ২৪/৭ বিরামহীন ইনডোর মনিটরিংয়ের জন্য তারা এই ক্যামেরা ঘরের শেলফ বা টেবিলের ওপর রাখতে পারেন অথবা দেয়ালে ঝুলিয়েও রাখতে পারেন। সিমো স্মার্ট সিকিউরিটি সিস্টেমের ফিচার ও পারফরম্যান্স: দ্বিপাক্ষিক বা টু-ওয়ে যোগাযোগ: এই ডোরবেল ডিভাইসের দ্বিপাক্ষিক যোগাযোগের ফিচার ব্যবহার করে অ্যাপের মাধ্যমে অতিথি বা ঘরে উপস্থিত যে কারো সাথে সরাসরি কথা বলা সম্ভব। মোশন সেন্সর: মোশন সেন্সর যেকোনো হোম সিকিউরিটি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সিমো-র মোশন সেন্সর প্রযুক্তি যেকোনো মানুষের নড়াচড়া শনাক্ত করে মালিককে সতর্ক করে দেয়। এভাবে, বিশ্বের যেকোনো জায়গা থেকে কারো দোরগোড়া, ঘর বা অফিস পর্যবেক্ষণ করা সম্ভব। এইচডি ভিডিও: স্মার্ট ক্যামেরার রেজোলিউশন ভালো হওয়া খুবই জরুরি। রেজোলিউশন বেশি হলে এর সাহায্যে ভিডিও বা ছবির খুঁটিনাটি পরিষ্কার দেখা যায়। সিমো ডোরবেল ও ইনডোর ক্যামেরা ৭২০ মেগাপিক্সেল এইচডি ভিডিও রেজোলিউশন প্রদান করে। ক্লাউড স্টোরেজ: প্রচলিত অন-বোর্ড মেমরি নির্ভর ক্যামেরার পরিবর্তে সিমো-র উন্নত ডিভাইসগুলো একটি নিরাপদ ডেটা স্টোরেজ সুবিধা প্রদান করে। ক্লাউড ব্যাকআপ নিরাপদ, সুবিধাজনক ও ঝামেলামুক্ত, তাই সিমো-র ডোরবেল ও ইনডোর ক্যামেরায় ক্লাউড স্টোরেজ সুবিধা আছে। সিমো সিকিউরিটি ক্যামেরার স্মার্ট ফিচার ওভারভিউ • ৭২০পি ফুল এইচডি ও নাইট ভিশন • স্মার্ট মোশন ও সাউন্ড ডিটেকশন • ক্লাউড স্টোরেজ • হাই-কোয়ালিটি টু-ওয়ে অডিও • ইন্সট্যান্ট পুশ অ্যাপ নোটিফিকেশন • ২২০০ এমএএইচ ব্যাটারি, ৪ ঘণ্টা ব্যাকআপ এবং রিচার্জেবল • আনলিমিটেড রিমোট কন্ট্রোল • একাধিক ব্যবহারকারী এবং অ্যাক্টিভিটি হিস্ট্রি • ইন্সট্যান্ট অ্যালার্ট ও লাইভ মনিটরিং মূল্য ও প্রাপ্যতা: সিমো-র স্মার্ট ডোরবেলের দাম শুরু হয় ৬৯০০ টাকা থেকে এবং স্মার্ট ইনডোর ক্যামেরার দাম শুরু হয় ২৬০০ টাকা থেকে। এছাড়া, ৭ দিন, ১৪ দিন ও ১ মাসের প্যাকেজে আলাদা ক্লাউড ব্যাকআপ সাবস্ক্রিপশন ফি আছে। সিমো-র বিভিন্ন অফার সম্পর্কে জানতে তাদের ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য তাদের সার্ভিস সেন্টারেও কল করতে পারেন। বাড়ি বা ছোট আয়তনের অফিসের সিকিউরিটি ডিভাইস বা বেবি মনিটর হিসেবে অথবা বয়স্ক বাবা-মা বা পরিবারের অসুস্থ সদস্যদের সাথে যোগাযোগ রাখার জন্য সিমো ব্যবহার করা যায়। সম্পূর্ণ বাংলাদেশে তৈরি সিমো বানিয়েছে বাংলা ট্র্যাক গ্রুপের প্রতিষ্ঠান বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড। বাংলাদেশি ক্রেতাদের প্রয়োজন মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। বাড়ির নিরাপত্তার জন্য ‘সিমো ইন্টেলিজেন্ট লিভিং’ একটি সুবিধাজনক ও ঝামেলামুক্ত সমাধান। নিরাপত্তাতেই প্রবৃদ্ধি নিহিত, তাই বি-ট্র্যাক সলিউশনস গুরুত্বপূর্ণ জিনিসগুলোর নিরাপত্তা নিশ্চিত করে।