মটরস

১২৫ সিসির হিরো গ্লামারে ছাড়

By Baadshah

January 30, 2018

নতুন দামে এল হিরো মোটর করপোরেশনের ১২৫ সিসির সেগমেন্টে জনপ্রিয় কমিউটার হিরো গ্লামার। এখন হিরো গ্লামার পাওয়া যাচ্ছে ১ লাখ ১৯ হাজার ৯৯০ টাকায়। বাইকটির পূর্বমূল্য ছিল ১ লাখ ৩১ হাজার ১০০ টাকা। হিরো গ্লামারে ব্যবহার করা হয়েছে এয়ার কুলড ৪ স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওএইচসি ইঞ্জিন। ১২৪.৭ সিসির এই ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ৬.৭২ কিলোওয়াট@ ৭০০০ আরপিএম। এর সর্বোচ্চ টক ১০.৩৫ এনএম@৪০০০ আরপিএম। বাইকটির ওজন ১২৯ কেজি। বাইকটিতে কিক স্টার্টারের পাশাপাশি সেলফ স্টার্টার রয়েছে। এতে অ্যাডভান্সড মাইক্রোপ্রসেসর ইগনিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে ৪০-৫০ কিলোমিটার মাইলেজ মিলবে। সাশ্রয়ী দামের এই বাইকটিতে মাল্টিপ্লেয়ার ওয়েট ক্লাচ এবং ৪ স্পিড গিয়ার বক্স সংযোজন করা হয়েছে। গ্লামারের সামনের চাকায় আছে টেলিস্কোপিক হাইড্রোলিক শর্ক অ্যাবসর্ভার। পেছনের চাকায় রয়েছে সুইং আর্ম হাইড্রোলিক শর্ক অ্যাবসর্ভার। এর সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকলে পেছনে চাকায় ড্রাম ব্রেক দেয়া হয়েছে। বর্তমানে হিরোর সকল মোটরসাইকেল বাংলাদেশে তৈরি হচ্ছে। যশোরে হিরোর সঙ্গে একজোট হয়ে এই বাইক তৈরির কারখানা চালু করেছে নিলয় মোটরস। হিরোর দেশীয় পরিবেশক নিলয় মোটরস লিমিটেড।