সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের আজ জন্মদিন।১৪ বছর আগে এই দিনে ফেসবুকের জন্ম হয়। ফেসবুকের সঙ্গে প্রতিবার মার্ক জাকারবার্গের নামটিই সবার আগে আসে।তবে ফেসবুকের পথ চলা শুরু হয়েছিলো আরও চারজনের হাত ধরে। তারা হলেন ডাস্টিন মোস্কোভিটস, এডোয়ার্ডো সেভেরিন, অ্যান্ড্রিও ম্যাককলাম ও ক্রিস হুগিশ।তাদের প্রচেষ্টাতেই ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা করে ফেসবুক।২০০৭ সাল থেকেই জনপ্রিয়তা লাভের পাশাপাশি প্রযুক্তি নির্মাতাদেরও নজর কাড়ে ফেসবুক।২০১০ সালের জুলাইতে ফেসবুক ব্যবহার করতে শুরু করে ৫০ কোটি ব্যবহারকারী।এমন সাফল্যের পর একে একে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম ও প্রযুক্তি কোম্পানি অকুলাস ভিআরের মালিকানা কিনে নেয় ফেসবুক।মাত্র দুই বছরে ব্যবহারকারীর সংখ্যা গিয়ে দাঁড়ায় একশ’ কোটিতে। গত বছরের ২৭ জুলাই প্রতিমাসে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় দুই বিলিয়ন (দুইশ’ কোটি)। বর্তমানে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের হেডকোয়ার্টারটি অবস্থিত।হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পড়ার সময় সহপাঠী প্রিসিলা চ্যানের মন জয় করতে মজার ছলে ফেইসম্যাশ বানিয়েছিলেন মার্ক জাকারবার্গ। পরবর্তীতে এই ফেইসম্যাশই হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।