ইভেন্ট

১৪ মার্চ বিসিএস নির্বাচন

By Baadshah

January 02, 2020

তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২০-২২ মেয়াদকালের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি নির্বাচন বোর্ড ২৪ ডিসেম্বর তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে ১৪ মার্চ (শনিবার) ২০২০ বিসিএস ২০-২২ মেয়াদকালের কার্যকরী এবং শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টি.আই.এম নূরুল কবির। সদস্য হিসেবে ওরা-টেক কনসালটিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ এবং এক্সেল ইন্টেলিজেনস সলিউশন লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন টেকনোহেভেন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম। ডিজিটাল সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান মোজাম্মেল হক এবং ট্রেসার ইলেকট্রোকম এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।