TechJano

১৫০ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোনে আসছে

২০১৯ সালে স্মার্টফোনের জন্য ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করে গোটা দুনিয়াকে চমকে দিয়েছিল স্যামসাং। এবার ১৫০মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সব ঠিক থাকলে ২০২০ সালেই স্মার্টফোন ক্যামেরার জন্য ১৫০ মেগাপিক্সেল সেন্সর আনবে স্যামসাং।

নতুন ১৫০ মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা সেন্সর সম্পর্কে এখনো স্যামসাং -এর তরফ থেকে বিবৃতি না এলেও দক্ষিণ কোরিয়ায় প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই নতুন সেন্সর তৈরির কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে নতুন সেন্সরের সাইজ ১ ইঞ্চি। ১০৮ মেগাপিক্সেল সেন্সরের সাইজ ছিল ১/১.৩৩ ইঞ্চি। তাই আগের থেকে অনেকটাই বড় নতুন এই ক্যামেরা সেন্সর।

সেন্সরের আকার বড় হওয়ার কারণেই সেখানে বেশি আলো ধরা যাবে। যার ফলে আগের থেকে ভালো ছবি তোলা সম্ভব হবে। রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই নিজেদের স্মার্টফোনে এই সেন্সর ব্যবহারে আগ্রহ দেখিয়েছে শাওমি , অপো ও ভিবো। ২০২১ সালের বিভিন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ১৫৫০ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। এখনও নতুন সেন্সর সম্পর্কে স্যামসাং -এর তরফ থেকে কোন তথ্য জানানো হয়নি।

Exit mobile version