TechJano

১৫ হাজার টাকার কমে পোকো সি ৩ আসতে পারে

ধারণা করা হচ্ছে সম্প্রতি চীনের বাজারে উন্মোচিত হওয়ার ফোরজি সংস্করণের রেডমি ৯ সি ফোনটিই অন্যান্য বাজারে পোকো সি ৩ নামে উন্মোচিত হবে।ফোনটির মডেল নম্বর ছিল M2006C3MI। যদিও ফোনটি কি নামে আসবে তা তখন পরিষ্কার হয়নি। এবার এই ফোনটি ব্লুটুথ সার্টিফিকেশন পেয়েছে। যেখান থেকে ফোনটির নাম ও জানা গেছে। পোকো-র এই নতুন ফোনের নাম হবে পোকো সি ৩। এতে ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি সাপোর্ট করবে।

ভারতীয় সার্টিফিকেশন সাইটে দেখার পরই এই ফোনকে রেডমি ৯ সি এর রিব্র্যান্ডেড ভার্সন বলা হচ্ছিলো।

কারণ পোকো সি ৩ এর মডেল নম্বরের সাথে মিল আছে রেডমি ৯সি এর। রেডমি ৯সি কে কিছুদিন আগে ইউরোপের মার্কেটে লঞ্চ করেছে রেডমি। এই ফোনের ও মডেল নম্বর ছিল M2006C3MI। ফলে বলাই যায় পোকো এই ফোনটিকেই রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ভারতে আনবে। শুধু তাই নয় কদিন আগে ভারতে লঞ্চ হওয়া পোকো এম ২প্রো ফোনটিও রেডমি নোট ৯ প্রো গ্লোবাল ভ্যারিয়েন্টের রিব্র্যান্ডেড ভার্সন। ফলে পোকো এই কাজ আরও একবার করতে পারে।

রেডমি ৯সি স্মার্টফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে যার রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। সঙ্গে আপনারা পাচ্ছেন ৪ জিবি পর্যন্ত র‌্যাম, এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনের বিশেষত্ব হল এর ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফির জন্য এই ফোনে ১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনে পাবেন ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ‌ এই স্মার্টফোনে ডুয়েল সিম সাপোর্ট করে এবং এটি অ্যান্ড্রয়েড ভার্সন ১০-র উপরে কাজ করে।

Exit mobile version