ক্যারিয়ার

২০০ কর্মী ছাঁটাই শিওর ক্যাশের

By Baadshah

April 15, 2020

ন্যাশনাল সেলস ডিপার্টমেন্টের কয়েকজন বিভাগীয় প্রধানসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত প্রায় ২০০ জন কর্মীকে ছাঁটাই করেছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান শিওর ক্যাশ। এসব কর্মীদের অধিকাংশই বিক্রয় ও বিপণন এবং ব্যবসা উন্নয়ন বিভাগে কাজ করতেন। এছাড়াও প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগের কর্মীও রয়েছেন।

অভিযোগ উঠেছে, দেশে সরকার ঘোষিত সাধারণ ছুটি চালাকালীন সময়েই গত ৮ এপ্রিল প্রধান মানবসম্পদ কর্মকর্তা শামীমা আহসান অন্তত ২০০ কর্মীদেরকে চাকরিচ্যুতির নোটিশ দিয়েছেন। সামনে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।

এই চাকরিচ্যুতির কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন শিওর ক্যাশের হেড অব মার্কেটিং কমিউনিকেশন মাশরুর হাসান মীম। তবে তার হিসেবে চাকরিচ্যুতির সংখ্যাটা ১০০ জন।

তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির দুই কোটি গ্রাহকের সেবার মান বাড়াতে এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য শিওরক্যাশের বিক্রয় বিভাগটির কিছু অবকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। এর ফলে কিছু পদ বিলোপ হয়েছে। এতে ১০০ কর্মী চাকরি হারিয়েছে।