TechJano

২০১৮ সালে মোবাইল আসবে বেশি, কমবে পিসি

পিসি, ট্যাব ও মোবাইল ফোন মিলিয়ে ২০১৭ সালে বিশ্বজুড়ে ২২৮ কোটি ইউনিট যন্ত্র বাজারে এসেছে। তবে এ বছরে আরও বেশি যন্ত্র বাজারে আসবে বলে ধারণা করছে আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার।

সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে বিশ্বজুড়ে ২৩২ কোটি ইউনিটি যন্ত্র বাজারে আসতে পারে। অর্থাৎ বাজারে যন্ত্র আসার হার ২ দশমিক ১ শতাংশ বাড়বে। এ বছর মোবাইল ফোন বেশি বাজারে আসবে। এর মধ্যে হাই অ্যান্ড স্মার্টফোন, অ্যাপলের প্রিমিয়াম ফোন ও মাইক্রোসফট উইন্ডোজ ১০ চালিত যন্ত্রের চাহিদা থাকবে বেশি।

গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সাল নাগাদ ৫জি নেটওয়ার্ক সমর্থিত ৯ শতাংশ স্মার্টফোন বাজার দখল করবে।

গার্টনারের গবেষণা পরিচালক রঞ্জিত অ্যাটোয়াল বলেন, ক্রেতারা শুধু দামের চেয়ে স্মার্টফোনের অন্য বিষয়গুলোকে গুরুত্ব দেবে। চলতি বছরেই প্রচলিত পিসি বাজারে আসার হার ৫ দশমিক ৪ শতাংশ কমতে দেখা যাবে। এর মধ্যে নোটবুকের চাহিদা ৬ দশমিক ৮ শতাংশ কমবে।

এ বছরে স্মার্টফোন বিক্রি ৬ দশমিক ২ শতাংশ বাড়বে। বাজারে মোট ফোন বিক্রির ৮৭ শতাংশ হবে স্মার্টফোন। তথ্যসূত্র : আইএএনএস।

Exit mobile version