নতুন পন্য

২০২০ সালের হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন ‘মেট এক্স’-এর পরবর্তী সংস্করণ

By Baadshah

December 27, 2019

আগামী বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন ‘মেট এক্স’-এর পরবর্তী সংস্করণ। এখন ডিভাইসটি উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ডিভাইসটির প্রয়োজনীয় কিছু সরঞ্জামের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। হুয়াওয়ে মেট এক্স চলতি বছরের শুরুর দিকে বাজারে আসে। তবে ডিভাইসটির সরবরাহ শুরু হয় গত নভেম্বরে। বেশকিছু ত্রুটির কারণে নির্ধারিত সময়ের বেশ পরে মেট এক্সের সরবরাহ শুরু হয়। হুয়াওয়ের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘গ্যালাক্সি ফোল্ড’-এর ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। ডিভাইসটি উন্মোচনের পর নির্ধারিত সময়ের চেয়ে কয়েকবার পিছিয়ে সরবরাহ শুরু হয়। গ্যালাক্সি ফোল্ডের পরবর্তী সংস্করণ আগামী বছরের ফেব্রুয়ারিতে পরবর্তী গ্যালাক্সি ‘এস’ সিরিজের স্মার্টফোনের সঙ্গে উন্মোচন করা হতে পারে।

ডিজিটাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফোল্ডেবল মেট এক্স স্মার্টফোনের পরবর্তী সংস্করণে বেশকিছু প্রযুক্তি ও হার্ডওয়্যারগত উন্নয়ন দেখা যাবে। ডিভাইসটিতে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৯০ প্রসেসর ব্যবহার করা হতে পারে এবং মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি ২০২০) উন্মোচন করা হতে পারে।