টেলিকম

২০ শতাংশ ইন্টারনেট সংযোগ বেড়েছে এক বছরে

By Baadshah

July 25, 2018

সর্বশেষ অর্থবছরে ইন্টারনেট সংযোগ প্রায় ২০ শতাংশ বেড়েছে। গত ২০১৭-১৮ অর্থবছরে এক কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ইন্টারনেট সংযোগ বেড়ে আট কোটি ৭৭ লাখ ৯০ হাজার হয়েছে।

অন্যদিকে একই সময়ে এক কোটি ৪৯ লাখ ৬৩ হাজার কার্যকর মোবাইল সিম বেড়েছে। ফলে জুন মাসের শেষে গিয়ে দেশে কার্যকর মোবাইল সিম সংযোগের সংখ্যা এখন ১৫ কোটি নয় লাখ ৪৫ হাজার। এখানে প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশ।

গত অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৭১ লাখ ৫৯ হাজার ইন্টারনেট সংযোগ বেড়েছে। আর শেষ ছয় মাসে বেড়েছে ৭৩ লাখ সাত হাজার। ইন্টারনেট সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একটু খারাপ সময় যায়। তবে সংশ্লিস্টরা বলছেন, ফেব্রুয়ারিতে দেশে ফোরজি সেবা চালু হওয়ার কারণে শেষ দিকে এসে নতুন ইন্টারনেট সংযোগ যেমন বেড়েছে, একই সঙ্গে অনেক বন্ধ সংযোগও আবার চালু হয়েছে।

এর আগে ২০১৬-১৭ অর্থ বছরে দেশে মাত্র ৪৬ লাখ মোবাইল সংযোগ বৃদ্ধি পেয়েছিল। ২০১৬ সালের মাঝামাঝি পর্যায়ে চলা বায়োমেট্টিক নিবন্ধনের ফলে শেষ দিকে এসে সংযোগ অনেক পড়ে গিয়েছিল। সে কারণে সামগ্রিক হিসাবে এর প্রভাব পড়ে। তবে গত অর্থবছরে কার্যকর সংযোগ বৃদ্ধির হার বেশি হওয়ায় খুশী মোবাইল ফোন অপারেটরা।বায়েমেট্টিকের ওই ধাক্কার পরে ২০১৬-১৭ অর্থবছরে দেশে এক কোটি ৫৭ হাজার সংযোগ বৃদ্ধি পেয়েছিল।