TechJano

২১ জেলায় ১০,৫০০ নারীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও ৩০০০ টাকা দেওয়া হবে, কিভাবে নেবেন?

দেশের ২১ জেলার ২১ উপজেলায় তিনটি বিভাগে নারীদের প্রশিক্ষণ দেবে সরকার। ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ নামে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ খাতে ২১ টি জেলায় নারীরা প্রশিক্ষণ পাবেন।

আইসিটি অধিদপ্তরের অধীনে এই প্রকল্পটির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০,৫০০ জন এর মধ্যে চার হাজার নারীকে ‘ফ্রিল্যন্সার টু এন্ট্রাপ্রেনার’, চার হাজার নারীকে আইসিটি সার্ভিস প্রোভাইডার এবং দুই হাজার নারীকে কলসেন্টার এজেন্ট বিষয়ক প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে।

যোগ্যতা: বয়স ১৮-৪০, এইচএসসি পাশ, ল্যাপটপ থাকতে হবে, শেখার ও উদ্যোক্তা মানসিকতা, প্রাথমিক আইটি জ্ঞান থাকতে হবে।

কোন কোন জেলা: সাভার, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ,. ন্ওগা, পটুয়াখালী, টাঙ্গাইল, বরিশাল, হাটহাজারি চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালি রাঙ্গামাটি, খুলনা, যশোর, কুষ্টিয়া, পবা, বগুড়া, পাবনা, রংপুর, দিনাজপুর ও সিলেট সদর।

আবেদনের শেষ সময় : ২২ জুলাই, ২০১৮

আবেদন প্রক্রিয়া: নিজ জেলার জেলা প্রশাসক বরাবর সরাসরি  আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে। অথবা অনলাইনেও আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে সাইটে ভিজিট করুন http://www.doict.gov.bd/

হাইটেক পার্কের প্রশিক্ষণ কি কাজে লাগবে? অনলাইনে আবেদন করবেন যেভাবে

বিনা মূল্যে ১৬,১০০ জনকে প্রশিক্ষন দেবে আইসিটি বিভাগ, চলছে রেজিষ্ট্রেশন

বিনা মূল্যে ৩৬ হাজার সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ, সঙ্গে পাওয়া যাবে টাকা, কিভাবে আবেদন করবেন?

সরকারি খরচে ফ্রি প্রশিক্ষণ দেবে সরকার এবং সাথে চাকরির সুযোগ

 

Exit mobile version