ইভেন্ট

২৮,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে অপো এফ৯

By Baadshah

August 30, 2018

দেশে অপো এফ ৯ ফোনটি ১ সেপ্টেম্বর থেকে বিক্রির ঘোষণা দিল অপো। ৪ জিবি র‍্যাম এফ ৯ ভার্সনটির দাম পড়বে ২৮,৯৯০ টাকা আর ৬ জিবি ভার্সন ৩১,৯৯০ টাকা মূল্যে দেশব্যাপী অপো’র অফলাইন স্টোরগুলোতে পাওয়া যাবে। এফ৯ কিনলেই গ্রামীনফোন গ্রাগকগণ পবেন ৫ জিবি ডাটা ফ্রি পাবেন। আজ বৃহস্পতিবার রেডিসন হোটেলে অপো এফ৯ ফোনটির উদ্বোধন করা হয়। ক্রিকেটার তাসকিন আহমেদ অপোর ব্র্যান্ড আম্বাসেডর হিসেবে ফোন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এক নজরে অপো এফ ৯

১. অপো এফ৯ ভিওওসি ফ্ল্যাশ চার্জ ও গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইনের অপো এফ৯ এখন বাংলাদেশে

২. অপো এফ৯ গ্র্যাডিয়েন্ট কালার সম্ভার- সানরাইজ রেড, টুয়ালাইট ব্লু এবং স্ট্যারি পার্পল রঙে পাওয়া যাবে।

৩. অপো এফ৯ ভিওওসি ফ্ল্যাশ চার্জে মাত্র ৫ মিনিটের চার্জ দিয়ে কথা বলা যাবে ২ ঘন্টা।

৪. অপো এফ৯ ইন্ডাস্ট্রিতে এই প্রথম গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন এবং ওয়াটারড্রপ ডিজাইন।

৫. অপো এফ৯ কিনলেই গ্রামীনফোন গ্রাগকগণ পবেন ৫ জিবি ডাটা

অপো জানায়, দ্যা সেলফি এক্সপার্ট অপো, বাংলাদেশের বাজারে জনপ্রিয় অপো’র এফ সিরিজের সর্বশেষ আকর্ষণ ভিওওসি ফ্ল্যাশ চার্জিং এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন সমৃদ্ধ এফ৯ নিয়ে হাজির হয়েছে। ভিওওসি ফ্ল্যাশ চার্জিং এ মাত্র ৫ মিনিটের চার্জে ২ ঘন্টা পর্যন্ত কথা বলা যাবে এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন। গ্রাহকদের একটি অনন্য অভিজ্ঞতা দিতে অপো’র উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে এফ৯ হ্যান্ডসেটটি সাজানো হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ জিবি ভার্সণ ২৮,৯৯০ টাকায় এবং ৬ জিবি ভার্সন ৩১,৯৯০ টাকা মূল্যে দেশব্যাপী অপো’র অফলাইন স্টোরগুলোতে পাওয়া যাবে।

ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ৬.৩ ইঞ্চি ‘ওয়াটারড্রপ স্ক্রিন’ ডিজাইন, ৯০.৮% উচ্চ অনুপাতের স্ক্রিন, ৩৫০০ এমএইচ ব্যাটারীর মতো অনন্য সব ফিচারসহ অপো এফ৯ এ থাকছে অসাধারণ সব সেলফি ফাংশন।

বাংলাদেশে এফ৯ নিয়ে আসা প্রসঙ্গে অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “অপো এফ৯ এখন বাংলাদেশে। বাংলাদেশের বাজারে এফ৯, অপো পরিবারের সেরা স্মার্টফোন সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আশা করছি, আমাদের সম্মানিত গ্রাহকরা স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা অর্জন করবেন।”

উদ্বোধন অনুষ্ঠানে অপো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাডুকোন এবং সিদ্ধার্থ মালহোত্রা’র ‘ফাইভ মিনিট চার্জ, টু আওয়ার টক’ শীর্ষক একটি সম্পূর্ণ নতুন টিভিসি দেখানো হয়।

টিভিসিতে দুজন মানুষের সারাদিনের কাজের ব্যস্ততার মাঝেও, এমনকি চার্জশূন্য ব্যাটারীতে মাত্র পাঁচ মিনিটের মধ্যে চার্জ নিয়ে কীভাবে কাছের মানুষের সাথে কানেক্টেড থাকা যায় তা দেখানো হয়েছে।

এক নজরে অপো এফ ৯ এর ফিচার

ডাইমেনশন : ১৫৬.৭ মি.মি.*৭৪.০ মি.মি.*৭.৯ মি.মি.: ১৬৯গ্রাম স্ক্রিন সাইজ : ৬.৩ ইঞ্চি, ১৯.৫.৯ অ্যাসপেক্ট রেশিও, ১০৮০*২৩৪০ ফ্রন্ট ক্যামেরা : ২৫ মেগাপিক্সেল, এফ/২.০ রিয়ার ডুয়েল ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল র‍্যাম : ৪/৬ জিবি স্টোরেজ : ৬৪ জিবি (২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি সাপোর্ট) ব্যাটারি : ৩৫০০এমএএইচ কালার : সানরাইজ রেড, টুয়ালাইট ব্লু, স্ট্যারি পার্পল অপারেটিং সিস্টেম : কালার ওএস ৫.২, এন্ড্রয়েড ৮.১। সিপিইউ : Octa-core চার্জ : ভিওওসি সিম কার্ড টাইপ : ডুয়েল ৪জি সিম + মাইক্রো এসডি কার্ড