ফিচার

২ জুলাই আসছে ভিভো আইকিউওও

By Editor

June 24, 2019

ভিভোর সাবব্র্যান্ড আইকিউওও নতুন ফোন আনতে যাচ্ছে। ফোনটির মডেল হবে আইকিউওও নিও। গত মার্চে বাজারে আসা ভিভো আইকিউওও ফোনটির হালকা সংস্করণ হবে এটি।

ব্র্যান্ডটির ভাইস প্রেসিডেন্ট ফেং ইউফেই এক উইবো পোস্টে জানিয়েছেন, আগামী ২ জুলাই ফোনটির ঘোষণা দেওয়া হবে।

কোম্পানিটির প্রকাশিত এক টিজারে দেখা গেছে, ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫।

ওয়াটারড্রপ নচসহ ৬ দশমিক ৩৮ ইঞ্চির ফোনটিতে থাকবে ওএলইডি ডিসপ্লে। এর পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ।

আগের সংস্করণে ৪০০০ এমএএইচ ব্যাটারি থাকলেও নতুন ফোনটির ব্যাটারির শক্তি হবে ৪৪২০ এমএএইচ। এতে ৪৪ ওয়াটের বদলে পাওয়া যাবে সাড়ে ২২ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

ফোনটিতে হেডফোন জ্যাক, ইউএসবি-সি পোর্ট ও সুপার লিকুইড কুলিং সিস্টেম থাকবে। গেইমিং ফিচার হিসেবে থাকবে ফোরডি গেইম শক ২.০।

যারা পাবজি গেইমটি খেলেন তারা ফিচারটির মাধ্যমে ফোরডি অভিজ্ঞতা পাবেন। যেমন গেইমটিতে গোলাগুলি চলার সময় স্মার্টফোনটিও ভাইব্রেট হতে থাকবে।

এতে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হবে। আইকিউওও নিওর দাম হবে ৩০০ ডলারের আশেপাশে।