মোবাইল ফোন

২-৪ সপ্তাহের মধ্যে হুয়াওয়ের সঙ্গে ফের ব্যবসার অনুমোদন পাচ্ছে মার্কিন কোম্পানিগুলো

By Editor

July 15, 2019

আগামী ২-৪ সপ্তাহেরমধ্যে পুনরায় চীনের শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসার অনুমোদন পাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুলো। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত মে মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তারপর প্রায় একমাস পর জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শিজিনপিংএর সঙ্গে একান্ত বৈঠক শেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেখানে বলাহয়, মার্কিন কোম্পানি গুলোর হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে। তারপর গতকাল মার্কিন দপ্তর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে স্পষ্ট করে সময় বলা হলো। যুক্তরাষ্ট্রের কমার্স সেক্রেটারি উইলবাররস জানায়, তাদের জাতীয় নিরাপত্তা ইস্যুতে কোনোহুমকিনা থাকলে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করার কোনো বাধা নেই।

হুয়াওয়ে কেচিপসরবরাহদাতা দুই মার্কিন কোম্পানি নাম প্রকাশনা করার শর্তে রয়টার্সকে জানায়, উইলবাররসের এই বক্তব্যের পর তারা আরো লাইসেন্সের জন্য আবেদন করবেন।