বিশেষ প্রতিবেদন

৩ অক্টোবর থেকে শুরু মো. সুলাইমানের প্রথম বার্ষিক বনসাই প্রদর্শনী

By Baadshah

October 03, 2019

‘বনসাই জগত’ এর প্রতিষ্ঠাতা বনসাই শিল্পী মো. সুলাইমানের প্রথম বার্ষিক বনসাই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ঋতুর রানী শরতের মুন্ধতা নিয়ে ‘বনসাই জগত’ এবং “সিমুড ইভেন্টস” এর এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আগামী ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশানে অবস্থিত ক্যাডেট কলেজ ক্লাবে চারদিন ব্যাপি এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনী উদ্ধোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা ১৭ আসনের মাননীয় এমপি আকবর হোসেন পাঠান (ফারুক), কিশোরগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বনসাই জগতের প্রতিষ্ঠাতা বনসাই শিল্পী মো. সুলাইমান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রদর্শনীতে ৩০০টি বনসাই প্রদর্শন করা হবে। একই সঙ্গে বনসাই বিক্রিও করা হবে। এছাড়া চারদিনের এ আয়োজনে বনসাই শিল্পী মো. সুলাইমান বনসাই প্রিয় মানুষের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরবেন।

প্রদর্শনী ৩ থেকে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশান ১ এর ৯ নম্বর রোডের ১৪ নম্বর বাসা ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড ঠিকানায় সবার জন্য উন্মুক্ত থাকবে।