ক্যারিয়ার

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি ১১ সেপ্টেম্বর

By Baadshah

August 31, 2018

দুই হাজারের অধিক ক্যাডার নিয়োগ দিতে আগামী ১১ সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান, ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর এটি প্রকাশ করা হবে।

৩৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এরপর তাদের মৌখিক পরীক্ষা শুরু হবে।

এদিকে, পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসে লিখিত পরীক্ষার প্রতিটি খাতা মূল্যায়ন করবেন দুজন পরীক্ষক। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। পিএসসি মনে করছে, এতে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে। এছাড়া, ৪০তম বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলীর ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্ন রাখা হবে।

জানা গেছে, তিন মাস আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪০তম বিসিএসের চাহিদাপত্র পাঠানো হয় পিএসসিতে। তাতে বিভিন্ন ক্যাডারে ২ হাজারের বেশি পদে নিয়োগের চাহিদা পাঠানো হয়। সে চাহিদার ওপর ভিত্তি করে ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

চাহিদাপত্রে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ ২২৮টি, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার ৭০টি, পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব ২৫টি, আনসার ক্যাডারে ১২, মৎস্য ক্যাডারে ৩৪৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাবরক্ষক ১৫, শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদ প্রায় ১ হাজার।

এছাড়া, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ভেটেরিনারি সার্জন, সহকারী প্রকৌশলী, কর ক্যাডারের সহকারী কর কমিশনার, তথ্য ক্যাডার, রেলওয়ে প্রকৌশল ক্যাডারের নির্বাহী প্রকৌশলী ও সমমানের পদ, ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান, রেলওয়ে পরিবহন ও ডাক ক্যাডারে সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ৫ শতাধিক কর্মকর্তা নিয়োগের জন্য চাহিদা দেওয়া হয়েছে।

পিএসসির অপর একটি সূত্র জানায়, সরকারি কলেজে শিক্ষা ক্যাডারে নিয়োগে ৪১তম বিসিএস পরীক্ষার আয়োজনও চলছে।