ক্যারিয়ার

৪১ জনকে নিয়োগ দেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

By Baadshah

November 26, 2018

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। আকর্ষণীয় বেতনে ১১টি শূন্য পদে অস্থায়ীভাবে সর্বমোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম:

সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, ব্যক্তিগত কর্মকর্তা, নিরীক্ষক, ফটোগ্রাফার, আইটি/নিরাপত্তা সহকারী ও কম্পিউটার অপারেটরসহ ১১টি বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।

পদের সংখ্যা:

উক্ত পদগুলাতে সর্বমোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিএসই/ইলেকট্রিক্যাল/টেলিকমিউনিকেশন/হিসাববিজ্ঞান/এলএলএম/সাংবাদিকতা/গণযোগাযোগ-এ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। তবে কিছু কিছু পদে আবেদনের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা আবশ্যক। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে থাকতে হবে।

আবেদনের পদ্ধতি:

প্রার্থীদের অনলাইনের (www.btrc.gov.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এরপর প্রিন্টেড কপি ডাকযোগে/সরাসরি মহাপরিচালক(প্রাশাসন), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, আইইবি ভবন এ পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আবেদন করা যাবে ৯ ডিসেম্বর-২০১৮ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস