TechJano

৫০০ ব্যবস্থাপককে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে আইসিটি বিভাগ

অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি) প্রোগ্রামের আওতায় দেশের আইটি প্রতিষ্ঠানগুলোর ৫০০ মধ্যম স্তরের কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগে চার মাসব্যাপী এ প্রশিক্ষণের প্রথম ব্যাচের কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রথম পর্বে ৯২ জন প্রশিক্ষণ নিয়েছেন। এ প্রশিক্ষণের সমাপনীতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, এলআইসিটির প্রকল্প পরিচালক রেজাউল করিম, প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক সরকার আবুল কালাম আজাদ, কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বাক্য সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ, পরামর্শক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই) বিজনেস অ্যাডভাইজারি সার্ভিসের প্রকল্প পরিচালক বিদ্যুৎ ঠাকুর এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শীর্ষ তিন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দেওয়া হয়। এতে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট অ্যান্ড ইয়ং। এ কর্মশালায় প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, বিজনেস কমিউনিকেশন, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, স্ট্রাটেজি ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালাইটিকস এবং সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অচিরেই ৩০০ জন প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় ব্যাচ।

Exit mobile version