TechJano

৫৪৯ ডলার দাম এয়ারপডস ম্যাক্সের

‘এয়ারপডস ম্যাক্স’ নামে পরবর্তী প্রজন্মের ওভার-ইয়ার হেডফোন উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ডিভাইসটির দাম ধরা হয়েছে ৫৪৯ ডলার। খবর দ্য ভার্জ।

হেডফোন উন্মোচন মঞ্চে ফিটনেস সাবস্ক্রিপশন ‘অ্যাপল ফিটনেস প্লাস’ উন্মোচনের ঘোষণা দিয়েছে অ্যাপল, যা আজ চালু হচ্ছে। অ্যাপলের ফিটনেস সাবস্ক্রিপশন সেবার জন্য মাসে ১০ ডলার গুনতে হবে আগ্রহীদের। এয়ারপডস ম্যাক্স স্পেস গ্রে, সিলভার, আকাশি নীল, সবুজ ও গোলাপি মোট পাঁচটি রঙে বাজারে মিলবে।

অ্যাপল বিশেষ সুবিধার হেডফোনে ‘কাস্টম অ্যাকোস্টিক ডিজাইন’ ব্যবহার করেছে। এতে অ্যাডাপ্টিভ ইকিউ, ট্রান্সপারেন্সি মোড, অডিও শেয়ারিং, স্পেশাল অডিও নামের অনেক ফিচারের দেখা মিলবে। এছাড়া ডিভাইসটি ‘ডিজিটাল ক্রাউন’ ফিচারের সহায়তায় অ্যাপল ওয়াচের সঙ্গে সংযুক্ত করে নেয়া যাবে। ডিভাইসটিতে ভলিউম নিয়ন্ত্রণ এবং অডিও বন্ধ করা কিংবা প্লে করা, ট্র্যাক বাদ দেয়া, ফোন কলের উত্তর দেয়া কিংবা কেটে দেয়া যাবে এবং প্রয়োজনে সিরিকে সক্রিয় করা যাবে।

Exit mobile version