ভেবে অবাক লাগছে? এতদ্রেুত চার্জ কি করে হবে? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসিয়ন টেকনোলজি লিথিয়াম লোন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেয়েছে। এর মাধ্যমে দ্রুত মোবাইল চার্জ হবে। ইসিয়ন টেকনোলজির প্রতিষ্ঠাতা জিন ডে লা ভার্পিলিয়ার কম সময়ে ব্যাটারি চার্জের এক বিশেষ প্রযুক্তি আবিষ্কার করেছেন। এতে ব্যাটারির গ্রাফাইট সম্পূর্ণ অন্য একটি ধাতব পদার্থে পরিণত হয়ে যায়। আর এর ফলে দ্রুত চার্জ হবে ব্যাটারি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই মানুষের হাতে এই প্রযুক্তি চলে আসবে। জিন ডে লা ভার্পিলিয়ার বলেন, লিথিয়াম ব্যাটারির মূল উপাদান হলো পাউডার। এই বিশেষ পাউডারই মাত্র ছয় মিনিটে মোবাইল চার্জ করে দিতে পারে, ৩০ বা ৪৫ মিনিট সময় লাগে না। অনেক সময় দেখা যায়, চার্জ করার সময় ব্যাটারির বিস্ফোরণ ঘটে। এ ক্ষেত্রে সেই ভয়ও নেই। এই নতুন ধাতুতে দ্রুত চার্জ হলেও আগুন লাগার আশঙ্কা থাকে না।
মোবাইলের পাশাপাশি ইলেকট্রিক গাড়ির জন্যও একই প্রযুক্তি আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।