টেলিকম

৭ দিনের কম মেয়াদের কোনো ইন্টারনেট প্যাকেজ দিতে পারবে না

By Baadshah

December 06, 2018

মোবাইল ফোন সেবায় স্বল্পমেয়াদি ইন্টারনেট প্যাকেজের লাগাম টানল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিয়ন্ত্রক সংস্থাটি নতুন এক নির্দেশনায় বলেছে, মোবাইল ফোন অপারেটরগুলো ৭ দিনের কম মেয়াদের জন্য কোনো ইন্টারনেট প্যাকেজ দিতে পারবে না। আবার প্যাকেজের সর্বোচ্চ মেয়াদ হতে হবে ৩০ দিন। বিটিআরসি গত মঙ্গলবার এ নির্দেশনার চিঠি অপারেটরগুলোকে পাঠায়। অপারেটরগুলো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি। আনুষ্ঠানিকভাবে একটি অপারেটর বলেছে, এ নির্দেশনার ফলে স্বল্পমেয়াদি গ্রাহকের খরচ বাড়বে। কারণ, আগে যাঁরা খুব অল্প টাকায় স্বল্পমেয়াদি প্যাকেজ নিতেন, তাঁদের বাড়তি অর্থ খরচ করে বাড়তি মেয়াদের প্যাকেজ নিতে হবে। বিটিআরসি এ সিদ্ধান্ত কেন নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চিঠিতে বিটিআরসির পক্ষ থেকে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে, স্বয়ংক্রিয় নবায়ন বা অটো-রিনিউয়াল বিষয়টি চালু থাকলে মেয়াদ বা ডেটা শেষ হওয়ার পর প্যাকেজ এমনিতেই নবায়ন বা আবার চালু হবে। একজন গ্রাহক কোনো প্যাকেজ ছাড়া পে পার ইউজ বা ব্যবহারের ভিত্তিতে ৫ টাকা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বিটিআরসি আরও বলেছে, সকল প্রকার প্যাকেজ/বান্ডিল/অফারের সর্বোচ্চ সংখ্যা হবে অপারেটর প্রতি ৩৫। প্যাকেজ নির্ধারণ করে বৃহস্পতিবারের মধ্যে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে চিঠিতে। দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের বেশ কিছু স্বল্পমেয়াদি ইন্টারনেট প্যাকেজ আছে। এর মধ্যে ৩৮ টাকায় দুই গিগাবাইট প্যাকেজটি বেশ জনপ্রিয়। এর বাইরে তাদের তিন দিন মেয়াদে ৩১ টাকায় ২৫০ মেগাবাইট (এমবি), দুই দিন মেয়াদে আড়াই টাকায় ৫ এমবি, দুই দিন মেয়াদে ৪৪ টাকায় তিন গিগা ইত্যাদি নানা ধরনের প্যাকেজ ও অফার রয়েছে। দ্বিতীয় শীর্ষ অপারেটর রবিরও এক দিন মেয়াদি এক গিগা ২৫ টাকাসহ নানা ধরনের স্বল্পমেয়াদি অফার রয়েছে। একই ভাবে বাংলালিংকেরও নানা প্যাকেজ রয়েছে।