বাছাই খবর

৭ লাখের বেশি এপ্রিলে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমলো

By Baadshah

May 30, 2021

দেশে গত মার্চ ৩১ লাখ ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এপ্রিলেই ৭ লাখ ১০ হাজার গ্রাহক কমে গেছে মোবাইল ফোন অপারেটরগুলোর।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এপ্রিলে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে। এটি মার্চে ছিল ১০ কোটি ৬৩ লাখ ৩০ হাজার।

বছরের শুরুতে জানুয়ারিতে এক মাসে ৮ লাখ ৩৮ হাজার ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি পায়। এর পরের মাসেই আবার গ্রাহক বৃদ্ধিতে ধস ছিল! ফেব্রুয়ারিতে মাত্র ২ হাজার গ্রাহক পায় মোবাইল অপারেটরগুলো।

বিটিআরসির তথ্য মতে, দেশে জানুয়ারিতে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১০ কোটি ৩১ লাখ ৯১ হাজার। ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার।