TechJano

৮ম বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার অনুষ্ঠিত

২৭ এপ্রিল, শনিবার, ঢাকা। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনারের ৮ম আসর। সেমিনারটির এ বছরের থিম ছিল – “ডিজিটাল যুগে মানবসত্তার সংযোগ স্থাপন”।

বেক্সিমকোর পরিবেশনায় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সেমিনারটির সহযোগীতায় ছিল ঢাকা ব্যাংক লিমিটেড। প্রায় ৩৫০ জন কর্পোরেট পেশাজীবী এবং ব্যবসায়ীক নেতৃবৃন্দের অংশগ্রহণে শনিবার ঢাকার লে মেরিডিয়ান হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত দিনটিতে আরো উদযাপিত হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর এক যুগ। সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শুভানুধ্যায়ী বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
বিবিএফ সেমিনার ২০১৯ এর উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব শরিফুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কল্পনা করতে সক্ষম নই যে আমাদের ভবিষ্যৎ কতটা বৈচিত্রময় হবে। প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে সেই ভবিষ্যৎ-এর জন্য নিজেদের প্রস্তুত করছি? বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আগামী দিনগুলোর মূল প্রতিপাদ্য হবে মানুষের ভবিষ্যৎ বিষয়ক চি›তাধারাকে সঠিক দিকনির্দেশনা এবং আকৃতি প্রদানে সাহায্য করা”।

এছাড়া যুগপূর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিয়া আন্দালিব প্রিমা এবং প্রধান উপদেষ্টা প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার ২০১৯ -এ এবার ছিল ৩টি কীনোট সেশন, ৫টি প্যানেল ডিসকাশন, ২টি ইনসাইট সেশন, এবং ১টি ব্রেকআউট সেশন। সর্বমোট ২৩ জন বক্তা সেমিনারটিতে নানা বিষয়ে বক্তব্য প্রদান করেন। সেমিনারটিতে অংশগ্রহণকারীদের প্রত্যেকে “দ্য টুয়েল্ধসঢ়;ভ পাওয়ারস অব এ মার্কেটিং লিডার”- বইটির একটি করে সৌজন্য কপি পেয়েছেন। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এ সেমিনারটি দেশীয় ব্যবসায়িক ও কর্পোরেট পেশাজীবীদের জন্য একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এবারের সেমিনারের কী-নোট বক্তা হিসেবে ছিলেন – ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর- এর এক্সেকিউটিভ এমবিএ একাডেমিক ডিরেক্টর ও মার্কেটিং-এর অ্যাসোসিয়েট প্রফেসর জনাব প্রেম এন শামদাসানি, পিএইচডি; অগিল্ধসঢ়;ভি অ্যান্ড ম্যাথার ওয়ার্ল্ডওয়াইড-এর ব্র্যান্ড ও ইনোভেশন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও সিসিও এবং বিজ্ঞাপন সংস্থা কলিন্স-এর সিসিও ও কো-ফাউন্ডার জনাব ব্রায়ান কলিন্স; এবং ফোরবস মার্কেটিং উইক-এর কলাম লেখক ও ম্যাকিনজি লিডারশীপ প্রোগ্রাম-এর ডিন জনাব থমাস বারটা। থমাস বারটা বেস্টসেলিং মার্কেটিং লিডারশীপ প্রোগ্রাম বই “দ্য টুয়েল্ধসঢ়;ভ পাওয়ারস অব এ মার্কেটিং লিডার”-এর লেখক হিসেবেও সুপরিচিত

সেমিনারটিতে অনুষ্ঠিত পাঁচটি প্যানেল আলোচনায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়, যেমন – কীভাবে একটি ব্র্যান্ডের ডিজিটাল পরিবর্তন সাধন করা যায়; ব্র্যান্ডের জন্য অবস্থান নির্ণয় ও উদ্দেশ্যের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ কিংবা আদৌ এদের গুরুত্ব রয়েছে কিনা; তথ্য, সৃজনশীলতা, গোপনীয়তা এবং মূল্যবোধ স্থাপনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি তা খুজে বের করা; সমসাময়িক মুহূর্তভিত্তিক যুগে ব্র্যান্ড বিষয়ক স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিতর্ক; এবং টেকসই উন্নয়নের যুদ্ধে ব্র্যান্ডগুলোর নেতৃত্বস্থানীয় গ্রহণের আবশ্যিকতা কেন প্রয়োজনীয়।

 

Exit mobile version