TechJano

৮০০ চালককে নিয়ে চমক দেখাবে ও ভাই

রাইড শেয়ারিংয়ে চলছে তীব্র প্রতিযোগিতা। পাঠাও কিংবা উবার সবাইকে টেক্কা দিতে এসে গেছে ও ভাই। ৫ এপ্রিল উন্নত গ্রাহকসেবা প্রদানে ‘ও ভাই’- এর ‘ওরিয়েন্টেশন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়। নিজেদের নিবন্ধিত চালকদের জন্য ‘ওরিয়েন্টেশন কর্মসূচি’তে‘ও ভাই সল্যুশন্স লিমিটেড’। গাড়ি, সিএনজি অটোরিকশা ও মোটরবাইকের ৮ শ’ চালককে কচিকাঁচার মেলার মিলনায়তনে হাজির করে। দিনব্যাপী এ সেশনের লক্ষ্য ছিল চালকদের প্রশিক্ষণ দেয়া এবং নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা। ‘ও ভাই’- এর গ্রাহকদের সর্বোত্তম রাইডের অভিজ্ঞতা দিতে চালকদের নিয়ে নিয়মিত ওরিয়েন্টেশন কর্মসূচি ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে করবে। রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি বর্তমানে স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে অনডিমান্ড মোটরবাইক, গাড়ি, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা সেবা দিচ্ছে।

Exit mobile version