নতুন পন্য

৮ জিবি র‍্যামের এ কোন ফোন! চেনেন নাকি?

By Baadshah

May 13, 2018

যাঁরা ফোনের খোঁজখবর রাখেন, তাদের চমকাবার কিছু নেই। এখন অনেক চীনা স্মার্টফোন নির্মাতাই ৮ জিবি র‍্যামের ফোন দেয়। এ তালিকায় নতুন নাম হল নুবিয়া। চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটির সাব-ব্র্যান্ড নুবিয়া ৮ জিবি র‌্যামের নতুন একটি ফ্লাগশিপ ফোন বাজারে আনছে। ফোনটির মডেল নুবিয়া জেড ১৮। সম্প্রতি এই ফোনটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। ফোনটিতে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫। অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে অ্যাড্রিনো ৬৩০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে।ফোনটি দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটিতে আছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। অন্য ভার্সনটি ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রমের। ছবির জন্য ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।নুবিয়া জেড১৮ ফোনটিতে ৫.৯৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সযোজন করা হয়েছে। কানেকটিভিটির জন্য আছে ব্লুটুথ ৫.০। দ্রুত চার্জ দেয়ার জন্য রয়েছে কুইক চার্জ ৫.০। ফোনটিতে ফোরজি কানেকটিভিটি পাওয়া যাবে।