দেশে সিম বিহীন টেলিযোগাযোগ সেবা চালু-techzoom.tv

ইভেন্ট

৯৯৯ নম্বরে সিমবিহীন মোবাইল হতেই কল করা যাবে

By Baadshah

October 31, 2019

দুর্যোগ কালীন সময়ে ৯৯৯ এ কল করে জরুরি সেবা পেতে দেশে প্রথম বারের মত সিম বিহীন টেলিযোগাযোগ সেবার পরীক্ষা সম্পন্ন করেছে-বিটিআরসি । ৯৯৯ নম্বরে সিম-ওয়াইফাই ইন্টারনেট ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়েই যোগাযোগ করা যাবে ।

বুধবার বিটিআরসি এবং ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেইঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই যোগাযোগের সফল পরীক্ষা চালায়। দেশে এ ধরনের পরীক্ষা এটাই প্রথম।

প্রাকৃতিক নানা দুর্যোগে বিপর্যস্ত টেলিযোগাযোগ ব্যবস্থার মধ্যে কীভাবে জরুরি যোগাযোগের মাধ্যমে সাহায্য-সেবা পৌঁছানো যায় সেজন্য বিকল্প এই ব্যবস্থা।

দুটি জায়গায় এই পরীক্ষা চালানো হয়েছে। এতে বিটিআরসি, ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেইঞ্জ বাংলাদেশের উধর্বতন কর্মকর্তারা, ইউএস আর্মির কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।