ICT Employee Association of Bangladesh (ICTEAB) এর ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে । রাজধানীর বনানীর স্টার কাবাব রেষ্টুরেন্ট-এ ৯ সদস্য বিশিষ্ট কমিটি সকল সদস্য উপস্থিত ছিলেন । আইসিটিইএবি এর ৯ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি ইঞ্জি এলাহান উদ্দিন , মহাসচিব এস এম মোয়াজ্জেম । এছাড়াও বাকী সদস্যমোঃ মোস্তাফিজুর রহমান সোহাগ , সহ সভাপতি(অ্যাডমিন ), মোঃ আবু বকর সিদ্দিক,সহ-সভাপতি(ফিন্যান্স), সজল আহমেদ,সহ-সভাপতি(অ্যাকাডেমিক),তানভীর আহমেদ,যুগ্ম সচিব(অ্যাডমিন),আশফাকুর রহমান,যুগ্ম সচিব(ফিন্যান্স), ইঞ্জি.ওসমান গনি, যুগ্ম সচিব (অ্যাকাডেমিক),জিয়াউর রহমান (কোষাধ্যক্ষ) এ সময় বক্তব্যে সভাপতি ইঞ্জি এলাহান উদ্দিন বলেন, ‘আইসিটিইএবি সরকারের সহযোগিতায়প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষেকাজ করবে এবং আইসিটি কর্মচারীদের সকল সুযোগ-সুবিধা আদায়ের লক্ষে কাজ করবে।’ এ সময় বক্তব্যে মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বেসরকারি আইসিটি কর্মচারীদের সর্বনিম্ন বেতন (Diploma Engineer)দের সরকারি ১০ম গ্রেডের সমান ১৬০০০ টাকা এবংBSC Engineerদের সরকারি ৯ম গ্রেডের সমান ২২০০০ টাকা করার জন্য দাবী তুলে ধরা করা হবে’।